লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, এবার ভাগ্যবান হাজীর সংখ্যা এক হাজার।


rafiq প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২০, ১৩:০৫ / ৮৬৯
লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, এবার ভাগ্যবান হাজীর সংখ্যা এক হাজার।

রফিক চৌধুরী সৌদি আরব প্রতিনিধি =====    হাজারো কণ্ঠে ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনির মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ থেকেই। হজযাত্রীর পদচারণায় মিনার মাঠে আজ  শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তবে নিবন্ধনকৃত ১০ হাজার হজযাত্রীর মধ্যে মাত্র এক হাজার জন সুযোগ পেয়েছেন এবারের হজব্রত পালনের। দীর্ঘ ৯০ বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কেউ। বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী কাল পালিত হবে পবিত্র হজ। এ সময় হজ পালনকারীদের ইসলাম নির্দেশিত বেশকিছু নিয়ম মেনে চলতে হয়। মিকাতের আগে বা মিকাত থেকে ইহরাম বাঁধার পর হজযাত্রীদের সর্বাবস্থায় বারবার তালবিয়া বা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করতে হয়।

 

 

ব্রেকিং নিউজ :
Shares