লকডাউনে ঋনের কিস্তি স্থগিত করার ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান -তারেক আজিজ চৌধুরী


rafiq প্রকাশের সময় : জুলাই ৬, ২০২১, ০৪:৪০ / ৩২০
লকডাউনে ঋনের কিস্তি স্থগিত করার ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান -তারেক আজিজ চৌধুরী

লকডাউনে ঋনের কিস্তি স্থগিত করার ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান -তারেক আজিজ চৌধুরী

 

লকডাউন ইস্যুতে সকল প্রকার ব্যাংক ও এনজিও সংস্থার ঋনের কিস্তি স্থগিত ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অনুরোধ

করোনা ভাইরাস এর সতর্কতার জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করার পর দেশের সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত ও নিন্মবিত্তের মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। দৈনন্দিন আয়ের মানুষের অবস্থা এখন করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ। তবে দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আগে ব্যাংক ও এনজিও সংস্থার সকল প্রকার কিস্তি বন্ধ ও আর্থিক এবং ত্রানসামগ্রী সহায়তা করার প্রয়োজন বলে আমি মনে করি।

কেননা বর্তমানে বাংলাদেশের নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবারের ভিতরে প্রায় ৮৫ ভাগ মানুষ বিভিন্ন সমিতি, এনজিও, ব্যাংক থেকে ঋণ করে নিয়ম অনুযায়ী তাদের কিস্তি চালিয়ে যেতে হচ্ছে। এমন কি অসংখ্য যুবক নতুন ভিসা নিয়ে দেশ ও পরিবার উন্নয়নের জন্য প্রবাসী হয়েছেন। তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও মানুষকে গৃহবন্দি ঘোষণার আগে দেশের বিভিন্ন এনজিও ব্যাংকের কিস্তি বন্ধ করার প্রয়োজন। না হলে যত ঘোষণা আসুক ঋণ নেওয়া সাধারণ মানুষেরা কিস্তির টাকা যোগাড় ও পরিবারের খাদ্য সামগ্রী যোগাড় করার জন্য কাজে বেরুতে বাধ্য হবে এবং করনোয় আক্রান্ত হবে। কিস্তি বন্ধ না করলে নিরহ মানুষ গুলো করোনায় নয়, কিস্তির জ্বালায় ও অনাহারে মরবে……!

তাই দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও সাধারণ মানুষের বাহিরে বেরুনোর নিষেধাজ্ঞা জারির আগে এই মুহুর্তে দেশের ঋণদানকারী সকল ব্যাংক ও এনজিও গুলোর কিস্তি বন্ধের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং ত্রান সহায়তা করার জন্য অনুরোধ রইল।

তারেক আজিজ চৌধুরী,তরুণ সংগঠক ও সমাজকর্মী

শেয়ার করুন

ব্রেকিং নিউজ :
Shares