র‌্যাব-৫ এর অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার


rafiq প্রকাশের সময় : মে ১৬, ২০১৯, ১৫:৩৯ / ৩৩৮
র‌্যাব-৫ এর অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার :র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দলের মাদক বিরোধী অভিযানে ১৬ মে ২০১৯ ইং তারিখ বেলা আনুমানিক ১১.৩০ ঘটিকায় পুঠিয়া থানাধীন নামাজ গ্রামে অভিযানপরিচালনা করেন। সে সময়, (ক) ৮৪ বোতল  ফেন্সিডিল (খ) ০১টি মোবাইল (গ) ২টি সিম (ঘ) ১টি মেমোরি কার্ড সহ আসামী মোঃ দুলাল হোসেন (৩০) পিতা- মোঃ তফেজ হোসেন সাং- নামাজ গ্রাম, থানা- পুঠিয়া,জেলা- রাজশাহী কে গ্রেফতার করেন। উক্ত আসামির বিরুদ্বে পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র‌্যাব-৫ এর এক কর্মকর্তা জানান, মাদক বিরোধী অভিযানে আমরা গোপনে ও প্রকাশ্যে আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। ইতিমধ্যেই র‌্যাব-৫ মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতি অনুসরনকরেছে। মাদক নির্মূলে সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছে র‌্যাপিটএ্যাকশন ব্যাটেলিয়ান।আমরা মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক ব্যাবসায়ীকে ৮৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকরতে সক্ষম হয়েছি। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ব্রেকিং নিউজ :
Shares