রোহিঙ্গারা সমাজের জন্য হুমকিহয়ে দাড়াবে।লেখক মুফিজুলহক চৌধুরী-


rafiq প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০১৯, ০২:৪১ / ২৫৮
রোহিঙ্গারা সমাজের জন্য  হুমকিহয়ে দাড়াবে।লেখক মুফিজুলহক চৌধুরী-

বিডি সংবাদএকাত্তর——————-মুক্ত চিন্তা  

  
ইদানীং শহরে, গ্রামে ,হাটে মাঠে দেয়ালে দেয়ালে অসংখ্য লিফলেট, বিজ্ঞাপন অতিমাত্রায় দৃষ্টিকটুভাবে চোখে পড়ছে- একটু খেয়াল করে মনযোগ দিয়ে পড়লে দেখবেন , ” বন কবিরাজ,বৈদ্য,মগ বৈদ্য, তান্ত্রিক, সাধু, ঝাড়ফুঁক বৈদ্য, বড়ুয়া কবিরাজ, মুসলিম কবিরাজ, হিন্দু কবিরাজ, নারী-পুরষ অসংখ্য বৈদ্যর চটকদার বিজ্ঞাপন ৷

“এদের বিজ্ঞাপনে এমন কোন রোগ নেই, এমন কোন সমস্যা নেই যা তারা সমাধান করতে পারে না ৷ এদের দ্বারা গ্রামের সহজ সরল মানুষ ,বিশেষ করে অর্ধ শিক্ষিত, অশিক্ষিত মহিলারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ৷
আমার মতে এগুলো সবই রোহিঙ্গাদের কাজ।

কারণ আগে আমাদের দেশে অল্প-স্বল্প এসব ধান্ধাবাজ ঝাড়ফুঁক টোটকা বৈদ্যের অস্থিত্ব থাকলে ও ইদানীং রোহিঙ্গারা আসার পর থেকে তা মহামারী আকার ধারন করেছে ৷ রোহিঙ্গারা অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন জাতি ৷ এরা এদেশে আসার পর ” ইয়াবার” বিক্রয় ও বিপনন আশংকাজনকহারে বেড়েছে, ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্র ইত্যাদি বেড়েছে, ক্রাইম ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে I

এরা ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে ৷এখন এদের লাগাম টেনে ধরা সময়ের দাবী । অবৈধ রোহিঙ্গা ধরার জন্য শুধু নির্বাচন কমিশন অফিসে ধর্না দিলে হবে না, প্রশাসনকে আন্তরিক হতে হবে এসব ডন্ড বৈদ্যদের আস্থানায় হানা দিতে হবে ৷
পরিশেষে বলবো , অদূর ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দেখা দেবে ” রোহিঙ্গা সমস্যা ” ৷ সর্বপ্রথম বৃহত্তর চট্টগ্রাম এ সমস্যায় নিপতিত হবে ৷ ক্রমান্বয়ে সারাদেশে ৷ দেশের অর্থনীতির উপর,খাদ্যভান্ডারের উপর, জনসংখ্যার উপর মারাত্মক চাপ পড়বে ৷

পাল্লাদিয়ে বাড়বে – ক্রাইম,জঙ্গী তৎপড়তা,সন্ত্রাস , ডাকাতি ,খুন ,ধর্ষন ৷ যার আলামত ইতিমধ্যে কক্সবাজার-টেকনাফ উপকুলে শুরু হয়ে গেছে ৷ এখন থেকে প্রশাসন ও এদেশের সর্বস্থরের জনতা যদি এ ব্যাপারে আন্তরিক না হই, যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হই ,তাহলে খুব শীগগীরই আমাদের কপালে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে, যা ঠেকানো এ জাতির পক্ষে সম্ভব না ও হ’তে পারে

৷সূত্র বিডি সংবাদএকাত্তর  লেখক সাহিত্যেক  মুফিজুল হক চৌধুরী

ব্রেকিং নিউজ :
Shares