মরুর দেশে প্রানেঁর মেলা,লোহিত সাগর জেদ্দা।


rafiq প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০১৯, ০৮:৩৯ / ২৪৮
মরুর দেশে প্রানেঁর মেলা,লোহিত সাগর জেদ্দা।

রফিক চৌধুরী জেদ্দা থেকে —————–

মরুর দেশে প্রানেঁর মেলা লোহিত সাগরের পাড় থেকে
প্রাকৃতিক সৌন্দর্যের কি যে বাহার
বুকে আগলে রাখে অজস্র আহার!
থৈ থৈ করে জল পুরো বর্ষা ঋতু ভর
হেমন্তে জাগে নদীগর্ভে থোকায় থোকায় বালুর চর।
অজস্র এই বালুর চর রয়েছে আরবের বুকে রয়েছে ঐতিহাসিক নৈসর্গিক সৌন্দর্য ভরা লুহিত সাগর আর রয়েছে মরুপ্রান্তর ইট পাথরের দালান কোটার গিজগিজ, তা থেকে পরিত্রান পেতে, বসেছিল “মরুর দেশে প্রানেঁর মেলা” প্রবাসে নিরানন্দ জীবন আর একাকিত্বের গ্লানিতে পর্যুদস্ত তখনই একঝাঁক নবীন প্রবীন তরুনদের নিয়ে বসে ছিল আনন্দগন আড্ডা, লোহিত সাগরের পাড়ে, শাইখ আব্দুল্লাহ আল মামুন এর সৌজন্যে ছিল নৈশভোজের আয়োজন, ও সার্বীক সহযোগিতায় ছিল তওহীদ হাসান, জাফর মজুমদার লিঠন,রিপন সহ এক ঝাকঁ শুভখাংকী
প্রবাসী ভাইয়েরা পুরা সাপ্তাহ জুড়ে কর্মময় জীবনের ক্লান্ত দেহ নিয়ে একটু সাগর পারে অবসরে আমরা রেমিট্যান্স যোদ্ধারা একত্রিত হলাম ভালোই লাগলো এসে লোহিত সাগরের তীরে
জেদ্দার লোহিত সাগর নানান ভাস্কর্যে সাজানো গোছোনো নানান রংএর লাল নীল বাতী দিয়ে সজ্জিত দীর্ঘ সৈকতে জিকিমিকি আলোর খেলা, বলা যায় জেদ্দা সে যেন রাতের ♛ রাণী,
সূত্র বিডি সংবাদ একাত্তর,

ব্রেকিং নিউজ :
Shares