মধুখালীতে 50 টি পরিবারের স্বপ্ন পূরণ করল স্বপ্ন তরী সংগঠন।


rafiq প্রকাশের সময় : মে ২৪, ২০২০, ০২:২৫ / ২৮৭
মধুখালীতে 50 টি পরিবারের স্বপ্ন পূরণ করল স্বপ্ন তরী সংগঠন।

মধুখালীতে 50 টি পরিবারের স্বপ্ন পূরণ করল স্বপ্ন তরী সংগঠন।

মেহেদী হাসান পলাশ, প্রতিনিধি মধুখালী ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে মোহাম্মাদ হাসিব শেখ এর নেতৃত্বে এক ঝাক তরুণ যুবকের ,উদ্যোগে নিজেরাই প্রতি মাসে চাঁদা দিয়ে,অসহায় দরিদ্র মানুষের স্বপ্ন পূরণ করার লক্ষে যাত্রা শুরু করে স্বপ্নতরী নামে একটি সংগঠন,এই সংগঠন সারা বছর, বিভিন্ন অসহাই মানুষকে অর্থ সহায়তা খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা দিয়ে থাকে। শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে।

বৈশিক মহামারি,করোনা ভাইরাছে দেশের অবস্থা যখন খারাপের দিকে যাচ্ছে ঠিক,এরি মাঝে মুসলমানদের দ্বার প্রান্তে এসেছে সব চেয়ে আনন্দের উৎসব ঈদ। এই ঈদে অসহায় ৫০ টি পরিবারে,বাড়ি বাড়ি গিয়ে ঈদের খাবার পৌছে দিলো সপ্নতরি সংগঠন, আজ শনিবার সকালে সেহেরির পর এ আয়োজন সম্পন্ন করা হয়।

উক্ত কার্যক্রমের সময় উপস্থীত ছিলো মধুখালী স্বপ্নতরী সংগঠনের সভাপতি জনাব মোহাম্মাদ হাসিব শেখ, অর্থ সম্পাদক জনাব মুহাম্মাদ মাহিন, সাংগঠনিক সম্পাদক জনাব জিল্লুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জনাব আব্দুল্লাহ্ জামান, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নয়ন শেখ, ক্রীড়া সম্পাদক জনাব পল্লব রায়, সহ-প্রচার সম্পাদক জনাব সাগর আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক জনাব সৌরভ আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক রিফাত ইসলাম।

ঈদ উপহারের মধ্যে ছিলো ভাতের চাউল ৫কেজি, পোলাও এর চাউল ১কেজি, চিনি ৫০০ গ্রাম, তেল ৫০০গ্রাম, ডাউল ৫০০গ্রাম, সেমাই ১ প্যাকেট, গুরো দুধ ১ প্যাকেট, আলু ২ কেজি, ১টা সাবান।

ব্রেকিং নিউজ :
Shares