মধুখালীতে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইল দাহ মাসি মির কর্তৃপক্ষ


rafiq প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২১, ২০:২৬ / ২৭৩
মধুখালীতে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইল দাহ মাসি মির কর্তৃপক্ষ

মধুখালীতে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইল দাহ মাসি মির কর্তৃপক্ষ

মধুখালীতে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইল দাহ মাসি মির কর্তৃপক্ষ।
গত ৯ এপ্রিল ফরিদপুরের মধুখালীতে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ বিনা নোটিশে মিলটি বন্ধ ঘোষনা করে। পাঠ ব্যবসায়ীদের পাওনার দাবীতে জুট মিল এলাকায় অসন্তোষের খবর শুনে সংবাদ সংগ্রহ কালে, মিলে পোষা সন্ত্রাসীদের হামলায় সংবাদিকদের ক্যামেরা ভাংচুর এবং শারীরিক লাঞ্চিত করা হয়। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
খবরটি দেশের বিভিন্ন ও জাতীয় পত্র পত্রিকা ও অনলাইনে প্রচার হলে, দেশের বিভিন্ন সংস্থা সাংবাদিকদের ফোন করে খোজ খবর নেয়।
বিষয়টি নিয়ে মিলের চেয়ারম্যান নোমান চৌধুরি মধুখালী প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক বকুকে ফোন করেন এবং অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
বিভিন্ন মাধ্যম থেকে প্রেস ক্লাবের সভাপতির সাথে দেখা করে বিষয়টির মীমাংসা করার জন্য প্রস্তাব রাখা হয়। ভুক্তভোগী সাংবাদিকসহ মধুখালী প্রেসক্লাবের সকল সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। প্রেসক্লাবের একটি প্রতিনিধি টিম সেখানে গেলে,অভিযুক্তরা তাদের ভুল শিকার করে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করে।

ব্রেকিং নিউজ :
Shares