মধুখালীতে শিক্ষার্থী কাজী সাজিদ আজমাইনের উদ্যোগে দুস্থ্য শিক্ষার্থীদের ঈদ উপহার দেওয়া হয়েছে।


rafiq প্রকাশের সময় : মে ১৮, ২০২০, ১৫:১৫ / ২৮৫
মধুখালীতে শিক্ষার্থী কাজী সাজিদ আজমাইনের উদ্যোগে দুস্থ্য শিক্ষার্থীদের ঈদ উপহার দেওয়া হয়েছে।

মধুখালীতে শিক্ষার্থী কাজী সাজিদ আজমাইনের উদ্যোগে দুস্থ্য শিক্ষার্থীদের ঈদ উপহার দেওয়া হয়েছে।
মেহেদী হাসান পলাশ,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ১৮মে সোমবারঃ “ঘরে থাকি সুস্থ্য থাকি,আপনজনকে নিরাপদে রাখি”প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক মহামারী করোনা ভাইাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন দুস্থদের সহয়তার আলোকে ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী সাজিদ আজমাইনের উদ্যোগে ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সহজগিতায় দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য পাকেজ ঈদ উপহার দেওয়া হয়েছে। আজ ১৮ মে সোমবার বেলা ১১টায় ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকিদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের ডিজিটাল ক্লাস রুমে সৌহার্দ্য প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে প্যাকেজ তুলে দেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপন পরিচালক মোঃ আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সাধারন সম্পাদক মির্জা মাঝহারূল ইসলাম মিলন, মধুখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নাজমা সুলতানাসহ প্রমুখ । অর্ধাশতাধিক দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে চাল,ডাল,তেল, লবন, চিনি,সেমাই,আলু ও সাবান সৌহার্দ্য প্যাকেজ সহয়তা প্রদান করা হয়েছে। শিক্ষার্থী কাজী সাজিদ সাংবাদিকদের জানায় ,সে এবারের ঈদে জামা কাপর না নিয়ে সেই টাকা দিয়ে এবং ঘনিষ্ঠজনদের কাছ থেকে অল্প কিছু টাকা সংগ্রহ করে এই আয়োজন করেছে। সাজিদ চায় পতিটা মানুষ ঘড়ে বসে আনন্দে এবারের ঈদ উদযাপন করুক ।

ব্রেকিং নিউজ :
Shares