ভার্চুয়াল মেটিং ঈদ পূনর্মিলনী ও বর্ধিতসভা করেছে রিপোর্টার্স এসোসিয়েশন সৌদি আরব


rafiq প্রকাশের সময় : মে ২৯, ২০২০, ০৪:৩৪ / ২৮০
ভার্চুয়াল মেটিং ঈদ পূনর্মিলনী ও বর্ধিতসভা করেছে রিপোর্টার্স এসোসিয়েশন সৌদি আরব

ভার্চুয়াল মেটিং ঈদ পূনর্মিলনী ও বর্ধিতসভা করেছে রিপোর্টার্স এসোসিয়েশন সৌদি আরব

রফিক চৌধুরী  বিডি সংবাদ একাত্তর =====   বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে পবিত্র ঈদুল ফিতর সাদামাটা হলেও রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব সহকর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে করোনার সার্বিক পরিস্থিতি, ঈদ পূনর্মিলনী ও বর্ধিতসভার আয়োজন করে।

গতকাল ২৭মে ভার্চুয়াল অনলাইন জুম এপসে’র মাধ্যমে রাতে রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সকল সদস্যদের অংশগ্রহণ ঈদ পূনর্মিলনীতে দীর্ঘদিন ঘরে বন্দি থাকা প্রবাসীদের ও জেদ্দায় কর্মরত বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের বিভিন্ন প্রতিনিধি গন তাদের মনের কথা তুলে ধরেন এবং মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রবাসীদের পাশে থেকে বিভিন্ন ধরনের পচার প্রচারনা এবং সংগঠনের মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সংগঠনের সদস্যরা।

রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সভাপতি(চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি) এম ওয়াই আলাউদ্দিন এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক( এসএ টিভির জেদ্দা প্রতিনিধি) বাহার উদ্দিন বকুল ও প্রচার সম্পাদক(সময় টিভির জেদ্দা প্রতিনিধি) আল মামুন শিপন এর যৌথ পরিচালনায় এতে যোগদান করেন সিনিয়র সহসভাপতি (বাংলা ভিশন প্রতিনিধি) সোহেল রানা, সাধারণ সম্পাদক (এন টিভির জেদ্দা প্রতিনিধি) মাসুদ সেলিম, যুগ্ন সম্পাদক সম্পাদক(আর টিভির প্রতিনিধি) হানিস সরকার উজ্জ্বল, সহ-সভাপতি (এটিএন বাংলার প্রতিনিধি) সাজেদুল ইসলাম, গাজী টিভির প্রতিনিধি সেলিম আহমেদ, চ্যানেল 24 সৌদি আরব প্রতিনিধি সৈয়দ আহমেদ, একুশে টিভির সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, ডিবিসি নিউজ এর প্রতিনিধি রঞ্জু আহমেদ, এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, এশিয়ান টিভির প্রতিনিধি কাউছার আব্দুস সালাম, চ্যানেল এস প্রতিনিধি ইকবাল প্রধান, জয়যাত্রার প্রতিনিধি নূর আলম ও বাংলা টিভির মক্কা প্রতিনিধি হেমায়েত প্রমুখ ।

সভাপতি তার সমাপনী বক্তব্যে রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সকল সদস্যদের সাথে কৌশল বিনিময় করেন সকল সদস্যদের শারীরিক খুজ খবর নেন এবং ঈদ পূনর্মিলনীতে প্রবাসী ও দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা আজ এক ভয়াবহ মহামারীতে জীবন পার করছি, আল্লাহ চাইলে এই খারাপ পরিস্থিতি কেটে যাবে এবং আল্লাহর রহমতে আমরা ভালোর দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ, প্রবাসীদের আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি সৌদি সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ব্রেকিং নিউজ :
Shares