ভাগ্যের কি নির্মম পরিহাস


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০১৮, ১৪:৫৮ / ২৫৫
ভাগ্যের কি নির্মম পরিহাস

বেখবরঃ মোস্তফা ফিরোজ  ঢাকা

ভাগ্যের কি নির্মম পরিহা! শেষ পর্যন্ত ব্যারিষ্টার নাজমুল হুদাকে বিএনপি নেতা মির্জা আব্বাসের পাশেই বসতে হলো। অথচ এমন এক দুঃসময়ে তার পাশে থাকার কথা আওয়ামী লীগ বা মহাজোটের কারো। কিন্তু নেই। অথচ কি না করলেন তাদের জন্য। তৃণমূল বিএনপি, বিএনএ সহ আরো কি কি যেন দল ও জোট করে তিনি ক্ষমতাসীন জোটে থাকার আপ্রাণ চেষ্টা করলেন। কিন্তু হলো না। না তিনি ক্ষমতার কাছে থাকতে, না পারলেন বিএনপি’র মতো প্রধান বিরোধী দলে থাকতে। একেবারে মাঝ দরিয়ায় তিনি। নির্বাচন প্রার্থীতা হবার বৈধতা পেয়েছেন সত্য। কিন্তু নাজমুল হুদার রাজনৈতিক দায় কোন জোট নেবে তার কোন কূল কিনারা নাই।
দুর্নীতির মামলার দন্ড তার কাঁধে। জেলও খাটতে হতে পারে। অথচ এমন অবস্থা ছিলো না তার। বিএনপি’র প্রতিষ্ঠিতাদের মধ্যে তিনিও একজন। বিএনপির সর্বশেষ সরকারে তিনি দাপুটে যোগাযোগ মন্ত্রী ছিলেন। কিন্তু রাজনীতির চালে হয়তো ভুল করেছেন কোথাও। তাই ঘুরতে ঘুরতে তিনি কোথায় যেনো পথ হারিয়ে ফেলেছেন। এই ভুল পথের শুরু আছে, কিন্তু শেষ নেই।

ব্রেকিং নিউজ :
Shares