ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি প্রবাসী রহিম মিয়ার আকর্ষিক মৃত্যু।


rafiq প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০১৯, ০৮:১০ / ৩৩০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি প্রবাসী রহিম মিয়ার আকর্ষিক মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৌদি প্রবাসী এক রেমিটেন্স যোদ্ধার আকর্ষিক মৃত্যু।বিশেষ সংবাদ দাতা,  পরিবারের চলছে শোকের মাতম মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা পরিবারের।

এক মুঠো স্বপ্নের আশায় আজ থেকে তিন বছর পূর্বে সৌদি আরবের জেদ্দায় পারি জমান উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্র পুর গ্রামের মৃত আফিল উদ্দীনের ২য় ছেলে মো:রহিম মিয়া(৫৩)

রেমিটেন্স যোদ্ধা মো:রহিম মিয়া গতকাল রবিবার সৌদিআরব সময় রাত ২.৩০মিনিটে নিজ রুমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।

এদিকে রাতে তার মৃত্যুর সংবাদ বাংলাদেশে তার নিজ বাড়িতে পৌছলে তার পরিবারের মাঝে শোকের মাতম শুরু হয়।আজ সকালে সরজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায় তার পরিবারের সকল সদস্যরা কান্নারত অবস্থায়। তার ৩ ছেলে সন্তানের কান্না যেন থামছেইনা।

তার মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদিআরবে বাংলাদেশী দুতাবাস ও বাংলাদেশ এমবিসি সহ স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী আনিসুল হক ও প্রধান মন্ত্রীর শেখ হাসিনার সহযোগীতা কামনা করেছেন শোকাহত তার পরিবারের সদস্যরা।বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করলে প্রয়োজনীয় সকল কাগজপত্র উনার একজন আত্মীয় আলাউদ্দিন নামে ওর কাছে প্রদান করে, কাগজপত্রগুলো বাংলাদেশ এবং এ দেশের প্রশাসনিক কাজ শেষ হয়ে গেলে অতি তাড়াতাড়ি দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন এর কোম্পানি পক্ষ থেকে কোম্পানির পক্ষ থেকে তার যথেষ্ট খবর নিচ্ছে তার কোম্পানির কর্মকর্তাগন। এখানে  হর হামেসায় প্রবাসী মৃত্যুর হার বেড়েই চলেছে কারণ হিসাবে   জানা গেছে প্রবাসে হার্ট এট্যাকের মুল কারণ হল বর্তমান শত ভাগ সৌদিকরনের ফলে বেকারত্ব বেড়ে যাওয়া ও সে সাথে ইমিগ্রেশন ফি তথা মকতব আমেল, সহ এক বছরের একামা করতে  খরচহয় ১০/১২ হাজার সৌদি রিয়াল তাহা যোগাড় করতে   হিমশিম খেতে হয় তার উপর পরিবারের খরচ বহনে  ও অপারগ এবং ভবিষ্যৎ দুঃচিন্তা  কারনে প্রবাসে হার্ট এট্যাকের   বেড়েইচলে,  এম তাবস্থায়   নিঃস্বহয়ে কেউ লাশ হয়ে দেশে ফিরছে কেউ বা শূন্য হাতে ।  এখন প্রবাসীদের একটাই দাবি সরকারের কাছে   তারা  চাই নিঃস্ব হয়ে   দেশে ফেরত আসা  ১) প্রবাসীদের  নতুন কর্ম সংস্থা সৃষ্টিকরা    ২) মৃত ও কর্মক্ষম  প্রবাসী দের জন্য সরকার বিশেষ প্রবাস ভাতা চালুর আবেদন জানান  এখানে থাকা প্রবাসী নেতৃবৃন্দরা৷

ব্রেকিং নিউজ :
Shares