ব্যাথাতুর হৃদয়ের তিক্ত কথন। মোহাম্মদ কাইছার সাবেক ছাত্রনেতা।


rafiq প্রকাশের সময় : জুলাই ২৮, ২০১৯, ০৫:২৬ / ৪৪৯
ব্যাথাতুর হৃদয়ের তিক্ত কথন। মোহাম্মদ কাইছার সাবেক ছাত্রনেতা।

ব্যাথাতুর হৃদয়ের তিক্ত কথন। মোহাম্মদ কাইছার সাবেক ছাত্রনেতা। হাজি জসিমউদ্দিন  সহকারী চিফ রিপোর্টাার

বন্যায় শুধু বন্যাকবলিত মানুষেরা ক্ষতিগ্রস্হ নয়, পুরো দেশ কম বেশী ক্ষতিগ্রস্হ । যার প্রভাব ইতিমধ্যেই বাজারে লক্ষ্যণীয় । নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম গগন চুম্বি ।

অল্প কিছু দিন পর কোরবানীর ঈদ । কোরবানীর ঈদে পশুর হাটে বন্যার বিরূপ প্রভাব প্রকটভাবে দেখা দিবে । কারণ, বন্যা কবলিত উত্তরবঙ্গ থেকেই অধিকাংশ পশু দেশের সর্বত্র সরবরাহ হয়ে থাকে ।

এদিকে রাজধানীকে পঙ্গু করে ফেলেছে মহামারী ডেঙ্গু । কিন্তু থেমে নেই “মশা নিয়ে আম জনতার মশকারি, আর পৈতৃক সূত্রে পাওয়া মেয়র পদবীর পোদ্দারি”। সুযোগ সন্ধানী হাসপাতাল নামক কসাইখানার পশুগুলো কোরবানীর আগেই “প্রতিকী কোরবানী করছে মানুষ নামের রোগাক্রান্ত স্বজনদের”।

মরার উপর খড়ার ঘা হিসেবে অপেক্ষা করছে, বন্যা কবলিত এলাকায় বন্যাত্তোর বিভিন্ন ধরনের পানি বাহিত “রোগ-বালাইয়ের” প্রাদুর্ভাবের প্রবল আশঙ্কা ।

অপরদিকে , পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী মধ্যবিত্তদের পাছার কাপড় খুলে নিয়েছে ” পদ্মভূষণ আর দরবেশ বাবা’রা ” । দায়িত্বশীলদের আশা’র বাণী’কে আপাততঃ ” লজ্জা নিবারণের বস্ত্র হিসেবে গণ্য করছে পুঁজি হারানো বিনিয়োগকারিরা ” ।

দুর্নীতিতে ” আকন্ঠ নিমজ্জিত ” প্রশাসনের প্রতিটি সেক্টর । ” দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ” বাক্যটি উপহাস করে যখন দুদক কর্তারাদেরই দুর্নীতিবাজ হিসেবে দেখতে পায় সাধারণ পাবলিক ।

গুজব, হত্যা, ধর্ষণ, “নেতা-কেতা”দের অত্যাচার নির্যাতন, মাঠে ঘাটে “কর্মী সমর্থক”দের আস্ফালন । চাঁদাবাজি, টেন্ডারবাজি, আত্মকলহে নিয়ন্ত্রণহীন সরকার দলীয় অঙ্গ সংগঠন ।

সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশকে নিয়ে উগ্র সাম্প্রদায়িক প্রিয়া সাহাকে দিয়ে দেশীয় কুলাঙ্গারদের দেশ বিরোধী ষড়যন্ত্র। সম্প্রীতি বিনষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গার বীজ রোপণ করতে অপচেষ্টা চালাচ্ছে কুচক্রীমহল ।

তবুও. …..
উন্নয়ন আর চেতনা’র যোশে কৃতজ্ঞচিত্তে “হাটে বাজারে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে,” আমাদের বলতে হয়. . .
” দেশ ভালো চলছে, আমরা ভালো আছি ”
৷৷৷ কারণ.
” আমরা নিস্বার্থ আওয়ামী সমর্থক “

ব্রেকিং নিউজ :
Shares