বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কুরআন ও সাঈদুল ইসলাম সাঈদ এর স্মরনে শোক সভা অনুশ্ঠিত হয়।


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০১৯, ০৬:১৯ / ২১০
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কুরআন ও সাঈদুল ইসলাম সাঈদ এর স্মরনে শোক সভা অনুশ্ঠিত হয়।

—–রফিক চৌধুরী জেদ্দা থেকে ——বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কুরআন ও সাঈদুল ইসলাম সাঈদ এর স্মরনে শোক সভা অনুশ্ঠিত হয়।——
সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম কর্তৃক আয়োজিত বি,এন,পির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী ও রোগ মুক্তি কামনায় খতমে কুরআন ও সৌদি আরব বি এন পি র সহসভাপতি সাঈদুল ইসলাম সাঈদ এর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে  দোয়া মাহফিল অনুশ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাওলানা আসাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিক চৌধুরীর সন্চালনায়.এতে প্রধান অতিথি,হিসাবে উপস্থিত ছিলেন ,সৌদি আরব বিএনপির প্রধান উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য  জনাব আলহাজ্জ আব্দুর রহমান। এতে

প্রধান বক্তা, ছিলেন  সৌদি আরব বি,এন পির সাধারণ সম্পাদক  জনাব মির মনিরুজ্জামান তপন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব বি এন পি র  সহসভাপতি জনাব কেফায়েত উল্লাহ  চৌধুরী কিসমত,,সৌদি আরব বি এন পির সাংগঠনিক সম্পাদক ও জাতিয়তাবাদী  চট্টগ্রাম ফোরামের  প্রধান প্রধান পৃষ্ঠ পোষক জনাব মঈন চৌধুরী প্রধান উপদেষ্টা , জনাব ইলিয়াস বিন রশিদ,, উপদেষ্টা জনাব আজিজুল হক বাবলু উপদেষ্টা জনাব খলিলুর রহমান,  ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ  জসিম উদ্দিন,
সৌদি আরব বি এন পি র সহ সাংগঠনিক সম্পাদক  টিপু সুলতান, সৌদি আরব কেন্দীয় যুবদলের যূগ্ন  আহ্বায়ক  মোস্তাক আহমেদ।
এতে  বক্তব্য রাখেন মোহাম্মদ  মুফিজুল আলম
ফোরামের  সাংগঠনিক সম্পাদক জনাব  মোহাম্মদ  ফিরোজ, ফোরামের সহ সভাপতি সফিক আহমেদ   বিডি সংবাদ একাত্তর  এর দর্শক ফোরামের আহ্বায়ক মৌলানা শেখ আব্দুল্লাহ আল মামুন ,সহসভাপতি জনাব মোহাম্মদ ইকবাল। সহ সভাপতি  মোহাম্মদ আজিজ, এম আব্দুর রাজ্জাক  মোহাম্মদ সফি, কাজী জাকের উদ্দিন, বাবর,  মোহাম্মদ ফয়েজ ,যুগ্ম সম্পাদক জনাব  ইলিয়াস সিকদার, এনামুল হক,শেখ ইসমাইল, দিদারুল আলম, আহমেদ রহিম চৌধুরী
মহিউদ্দিন, এম এ, হাসেম সওদাগর, আব্দু রশিদ, শেখ রুবেল, মাহবুব, মোহাম্মদ সোহেল,জেদ্দা যূব দলের সদস্য সচিব সোলেমান ভুট্টো, মোমিন ফেনী, আব্দুল হান্নান, মোঃ নাসির উদ্দিন,ওমর ফারুক , তৌফিক হাসান , ইয়াছিন পারভেজ, মোহাম্মদ দিদার প্রমুখ  প্রধান অতিথি বক্তব্যে জনাব আলহাজ্ব আব্দুরহমান  বলেন এই সরকারের পায়ের নিছে মাঠি নেই, তাই গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ব করেছে, কারণ  শেখ হাসিনা জানেন বেগম জিয়া যেূিন মুক্তি পাবে সে দিনই সরকার পতন হবে তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনা করেন, সে সাথে তিনি অশ্রু সিক্ত কন্টে  সৌদি আরব বি এন পি র সহ সভাপতি জনাব সাঈদুল ইসলাম সাঈদ এর রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞ্যাপন করেন এবং তিনি বলেন সাঈদ ভাই ছিলেন একজন সাদা মনের মানুষ আমার রাজনৈতিক সহযোদ্ধা  যার শূন্যতা খকনো পুরন হবার নয়,তাহার মৃত্যুর খবর শুনে আমি হতবিহ্বল হয়ে পড়ি বিশ্বাসই করতে পাছিলাম না তিনি এভাবে আমাদে ছেড়ে চলে যাবেন  আমি আবারও তার রুহের মাগফেরাত কামনা করছি।
প্রধান বক্তা জনাব মীর মনিরুজ্জামান তপন বলেন দেশের মানুষ আজ এক ভয়াবহ  শোষনের কবলে ন্যায়বিচার পাচ্চেন না সবখানে  হাসিনা সরকারের হস্তক্ষেপ যদি হস্তক্ষেপ না করতো সরকার তাহলে বেগম জিয়া এতদিন জেলে থাকতে পারেন না, সরকার একটা শৈরচার সরকারে পরিনত হয়েছে,  এর জবাব একদিন জনগন দিবে,সে সাথে সৌদি আরব বি এন পির  সহসভাপতি  মরহুম সাঈদুল ইসলাম সাঈদ এর কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন এমন একজন সদাশান্ত প্রকৃতির নেতা আর পাবো না আমরা, আমি তার রুহের মাগফেরাত কামনা করছি, পরিশেষে  খতমে কুরআন শেষে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি  ও  সাঈদুল ইসলাম সাঈদ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় পরিশেষে নৈশভোজের আয়োজন করা হয়।
সূত্র বিডি সংবাদ একাত্তর,

ব্রেকিং নিউজ :
Shares