বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সৌদিআরব বি এনপির ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত।


rafiq প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২০, ০৮:১৩ / ৬৩০
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সৌদিআরব বি এনপির ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জিয়ার নাম মুছে পেললেও ১৭ কোটি মানুষের মন থেকে মুছা যাবে না, জিয়া পরিবারের নাম। বেগম খালেদা জিয়ার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে, আহমেদ আলী মুকিব,——————–

রফিক চৌধুরী সৌদি আরব কেন্দ্রীয় বি এন পির উদ্যোগে দেশ মাতা,দেশ নেত্রী,,তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মদিন উপলক্ষে তাহার
সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক ভার্চুয়াল মিটিং এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য,মধ্যপ্রাচ্য বি এন পির সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব কেন্দ্রীয় বি এন পির সভাপতি জনাব আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে,সৌদিআরব বি এন পির বিপ্লবী সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপনের সুশৃঙ্খল উপস্থাপনায় উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বি এন পির প্রথম সহ সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত, সহ সভাপতি ও সৌদিআরব কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী আহবায়ক আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মঈন চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ আহমে জেদ্দা বি এন পি র সদস্য সচিব জনাব মোহাম্মদ আলী , মক্কা প্রদেশীক বি এন পি র ভারপ্রাপ্ত সভাপতি এম,এ,জহির, সাধারণ সম্পাদক নুরুল আসবার চৌধুরী,
সৌদিআরব বি এন পি র আহমেদ আলী মুকিব,, তার বক্তব্যে বলেন
সংগ্রামী স্বাধীনতার পরপরই যখন বিভক্ত ও রক্তাক্ত বাংলাদেশ, তখন দেশের হাল ধরেন মহান মুক্তিযুদ্ধের মহান বীর জিয়াউর রহমান। তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্বেই বিশ্বের বুকে হিমালয়ের মতো দাঁড়িয়ে যাচ্ছিল যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশ। কিন্তু ঠিক তখনই অদৃশ্য যড়ষন্ত্রে শাহাদাৎ বরণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।শেষ হলো এক নক্ষত্রের, নেতৃত্ব শূন্য হয়ে গেল গোটা বাংলাদেশ। দেশের আকাশে এ যেন এক কালো মেঘ। জাতিকে তাড়া করছে এক অশনিসংকেত। অকালে স্বামীকে হারিয়ে শোকাহত ও হতভম্ব গৃহবধূ স্ত্রী। ক্ষোপে-অভিমানে অবুঝ দুই শিশু সন্তানকে নিয়ে দেশছাড়ার সিদ্ধান্ত। কিন্তু জাতি তাকে ছাড়লো না। তাদের একদফা দাবি- নেতৃত্ব শূন্য জাতির হাল ধরতে হবে তাকেই। নেতাকর্মী আর দেশবাসীর প্রবল চাপে শেষপর্যন্ত হাল ধরলেন। সেই থেকেই শুরু এক গৃহবধুর সংগ্রামী অজানা গন্তব্য।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ১৫ আগস্ট রণজয়ী সংগ্রামী এই রাজনীতিক ৭৫ পেরিয়ে ৭৬ বছলে পা দিলেন। ১৯৪৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।জন্মদিনের এই লগ্নে বিএনপি প্রধান অসুস্থ হয়ে গুলশানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন। গত মার্চে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পাওয়ার আগে প্রায় ২৫ মাস কারাগারে ছিলেন তিনি। সাজা স্থগিতের মেয়াদ শেষের দিকে চলে আসায় এখন পরিবারের পক্ষ থেকে নতুন করে সময় বাড়ানোর আবেদন করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

করোনাসহ নানা পরিস্থিতিতে এবার আনুষ্ঠানিকভাবে জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা সৌদি আরব বি এন পির পক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালন করছি আহমেদ আলী মুকিব আরও বলে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে ৩ বার প্রধানমন্ত্রী হওয়া রণজয়ী রাজনীতিক নারী।
জন্ম ও পরিবার
মহীয়সী এই নারীর জন্ম দিনাজপুরে। ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্ম গ্রহণ করেন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় এই নারী প্রধানমন্ত্রী। তার প্রকৃত নাম ছিল খালেদা খানম পুতুল। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তাঁর পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। বাবা ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার।
তাঁর স্বামী বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান এবং ১ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান বীরউত্তম। দুই ছেলের মধ্যে বড় ছেলে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখন সপরিবারে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। তাঁর কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
সৌদি আরবের বি এন পি র বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মীর মনিরুজ্জামান তপন বলেন ১৯৮২ সালের ৩ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৮৪ সালে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। ১৯৯১ সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন বেগম জিয়া । তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। দেশমাতা বেগম খালেদা জিয়া ২০১৮ থেকে আওয়ামী সরকারের মিত্যা সাজানো মামলায় কারাবন্দি ছিলেন পরে গত ২৫ মার্চ জনগণের দাবীর প্রতি ফলন ঘটেছে। সরকারের এক নির্বাহী আদেশে তিনি ছয় মাসের জন্য মুক্তি পান তিনি বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। আমরা এই আপোষহীন জননেত্রীর স্থায়ী মুক্তি চাই
এবং জনাব মীর মনিরুজ্জামান তপন আজকের ভার্চুয়াল মিটিং থেকে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তার ভূয়সী প্রশংসা করে বলেন গনতন্ত্রের মা তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তার হায়াৎ এ তাইয়েবা দান করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।
উক্ত দোয়া মাহফিলে আরও যারা অংশ গ্রহণ করেছেন তারা হলেন,টিপু সুলতান,সাহিত্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জসিম ,
,বাহার উদ্দিন বাহার, শেখ মোস্তাক আহমেদ , জসিম উদ্দিন ইমন ইসমাইল , ওমর মানিক, আলাউদ্দিন সিটিজি,,
সোলাইমান ভুট্টো, মুফিজুল আলম,, আব্দুল ওয়াহিদ, অর্থ সম্পাদক নুরুল আবসার,
, সয়াইব খানঁ,, এম ডি আব্দুল্লাহ আহমেদ রহিম চৌধুরী, তৌফিক হাসান ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক সাইদুর রহমান, আমজাদ হোসেন,আলমগীর হোসেন, যুবদল ইকবাল, শাহআলম মোরশেদ, নজরুল ইসলাম, মক্কা বি এন পির জুয়েল রানা, তায়েফ বিএনপি র তপন, আমিনুল ইসলাম , , সাঈফুল ইসলাম কিরন, বেলায়েত হোসেন মিন্টু, আমিন তালুকদার, কামাল আহমেদ, শেখ মঈনুল ইসলাম মিঠু আব্দুল্লাহ আল ফারুকী,আলাদ হোসেন, ,কামাল খানঁ, এনামুল করিম নাজমুল, ফাহাদ হোসাইন রুমি,এনামুল কবির নজরুল, নাজমুল ইসলাম,জাসাস সভাপতি রফিক চৌধুরী জামাল আজিজ, জাকারিয়া আরেফিন,দিদারুল আলম এম ডি আকরাম,মোহাম্মদ সহিদ তারেক খানঁ রিপন, ইলিয়াস সিকদার,জিয়াউর রহমান খানঁ,ইউসুফ গাজী নাজমুল ইসলাম, এম ডি, ফারুক আহমেদ,শাহজাহান সাজু, আকরাম,ফয়েজ আলম তালুকদার, তারেক খানঁ রিপন, আকরাম খানঁ, শেখ রুবেল, সহিদ সহ অসংখ্য নেতা কর্মী, পরিশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলানা রফিকুল ইসলাম এতে বিএনপি যুবদল সেচ্চাসেবক দল জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও তৃনমুল এর নেতা কর্মীরা উক্ত দোয়াই শরিক হন
। সূত্র বিডি সংবাদ একাত্তর

ব্রেকিং নিউজ :
Shares