বৃহত্তর ফরিদপুর প্রবাসী সমিতির পিঠা উৎসব 2020 সম্পন্ন।


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২০, ০৭:২২ / ২৯৯
বৃহত্তর ফরিদপুর প্রবাসী সমিতির পিঠা উৎসব 2020 সম্পন্ন।

হাজী বোরহান উদ্দিন হাওলাদার বিডি সংবাদ৭১   হরেক রকমের পিঠা আপ্যায়নের মধ্যে দিয় শেষ হলো বৃহত্তর ফরিদপুর প্রবাসী সমিতির পিঠা উৎসব 2020
বৃহত্তর ফরিদপুর প্রবাসী সমিতি কতৃক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জেদ্দাস্থ লোহিত সাগর পাড়ে আবহুর নায়েফ ভিলায় এই মিলন মেলার আয়োজন করা হয় সমিতির প্রধান উপদেষ্টা বাহাউদ্দীন বাহারের সার্বিক সহযোগিতায় কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে প্রিন্স মাহমুদ পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দার কনসাল মুজিবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন জেদ্দার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন আতাউর রহমান খান,আব্দুস সাত্তার, আহমদ সাফা, সাহাদাত হোসেন মিয়া, বোরহান উদ্দিন হাওলাদার, মনোয়ার খান,রনিমাঝি,
প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন খেজুরের রস যেহতু ফরিদপুরের ঐতিহ্য তাই এই এলাকা পিঠাপুলিতে অন্যান্ন এলাকার চাইতে একটু এগিয়ে তিনি আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রবাসে বসে নিজ দেশের পিঠাপুলির যে সমারোহ তা সত্যি খুব প্রসংশনীয়, সভাপতি তার বক্তব্য বলেন আমাদের বৃহত্তর ফরিদপুরের মানুষ অতিথিপরায়ন আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছি ভবিষ্যতেও অব্যহত রাখবো। অনুষ্ঠানের শুরতে পিঠা প্রতিযোগিতায় অংশ নেন আমাদের প্রবাসী মা বোন ও ভাবিরা প্রতিযোগিতায় প্রথম হোন লাভলী সরকার,এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ার সেটিংএ প্রথম হোন হাফসা বোরহান, তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এবং সর্বশেষ জেদ্দার এক ঝাঁক তরুন তরুনীদের নিয়ে শুরু হয় মিউজিক নাইট এতে গান ও নাচ পরিবেশন করা হয়। শিল্পী আকিলা,আশা,মিজান সেলিম,তোফ্বার সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন এবং নিত্য পরিবেশন করেন আলাউদ্দিন, মুনতাহা সহ আরো অনেকে সর্বশেষ রাতের ডিনারের মধ্যে দিয়ে সমাপ্তি হয় একটি সুন্দর অধ্যায়ের।

ব্রেকিং নিউজ :
Shares