বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৮” নির্বাচিত হলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০১৮, ২১:২৮ / ২২৭
বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৮” নির্বাচিত হলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

||জসিম মাহমুদ||
‘‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৮’ নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান। বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের অধিকারের পক্ষে কাজ করায় তাকে এ খেতাবে ভূষিত করে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী দৈনিক।

পত্রিকাটির বেছে নেয়া তালিকায় প্রভাবশালী মুসলমানদের মধ্যে এরদোয়ানের পর রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, মিশরীয় ইসলামি স্কলার শেখ ইউসুফ আল কারজাভী ও সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।
নাইজেরিয়া মুসলিম নিউজ নামের দৈনিকটির প্রকাশক রাশেদ আবু বাকার বলেন, এরদোয়ানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব’ হিসেবে বেছে নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি যে প্রভাব বিস্তার করেছেন, তা নিয়ে কোনো বিতর্ক নেই।

তিনি বলেন, নাইজেরিয়ার তার অনেক সমর্থক রয়েছে। এরদোয়ানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও তিনি তার কণ্ঠ নিচু করেননি। ফিলিস্তিন হত্যাকাণ্ডে পুরো মুসলিম বিশ্ব নীরব থাকলেও এর বিরুদ্ধে কথা বলেছেন এরদোয়ান।

এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গা ও চীনের উইঘুর মুসলমানদের পক্ষেও কথা বলেন তিনি। কেবল কথা বলেই নিজের দায়িত্ব সারেননি, তাদের মানবিক সাহায্যেও এগিয়ে গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তার প্রভাব অনস্বীকার্য বলে জানান আবু বাকার।

ব্রেকিং নিউজ :
Shares