বিমান সাস্হ্য বিধির কথা বলে তিনগুণ ভাড়া নিয়ে,আরোহীদের সাথে প্রতারণা করেছে, বিমান লংঘন করেছে সাস্হ্য বিধি।


rafiq প্রকাশের সময় : জুন ২২, ২০২০, ০৫:৪৫ / ৪৭৮
বিমান সাস্হ্য বিধির কথা বলে তিনগুণ ভাড়া নিয়ে,আরোহীদের সাথে প্রতারণা করেছে, বিমান লংঘন করেছে সাস্হ্য বিধি।

বিশেষ সংবাদ দাতা ঃঃ   চরম ভোগান্তি ও সাস্হ্য  ঝুঁকি নিয়ে সৌদি থেকে স্পেশাল ফ্লাইটে দেশে ফিরলেন ৩৮৮ প্রবাসী। তিনগুণ বেশি ভাড়া নিয়েও কথা রাখেনি বাংলাদেশ বিমান। রিয়াদ টু ঢাকা; পদে পদে যাত্রীদের হয়রাণি কিংবা দুর্ভোগের সেই চিত্রই উঠেএসেছে বিমার যাত্রীর এক ভিডিও ক্লিপ এ   বিমানে আরহীরা বলেন এটি  প্রবাসীদের সাথে বিমানের  চরম প্রতারণা। তারা আরো বলেন বিমান প্রতিবারের মত এবাাা প্রায় দের ঘন্টা দেরিতেই বিমান আসেে এবং সে সাথে বিমান ক্রুদের দূর ব্যাবহার, যাত্রীদের আরো ক্ষোভের সৃষ্টি হয়   বলে জানিয়েছেন অন্যান যাত্রীরা। সে সাথে

সাস্হ্য বিধি মেনে বিমান পরিচালনার কথা থাকলে ও মানা হয়নি কোন সাস্হ্য বিধি। প্রবাসীরা বলেন তিনগুণ ভাড়া নিয়ে আমাদের সাথে বিমানেরএই দূরব্যাবহার  মেনে নেওয়া যায়না, তারা বিমানের  এমন সেচ্চাচারীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আরো ও বলেন বিমানের দূর্নীতিবাজ কর্মকর্তা ও ম্যানেজমেন্টের কারণে তিনগুণ ভাড়া নেওয়ার  পরেও বিমানকে লজ দিতে শোনা যায় তারা বেসরকারী বিমান ও পর্যটনমন্ত্রীর পদত্যাগ  চান এবং দূর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহারের ও দাবি জানান   এবং সেই সাথে  মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে আনার দাবী জানান।

বিডি সংবাদ একাত্তর  নিউজ ট  সেয়ার করুন।

 

ব্রেকিং নিউজ :
Shares