প্রধানমন্ত্রীর ৭২৭৫০ কোটির প্রণোদনা ঘোষণায় প্রবাসীদের বরাদ্দ না থাকায় তারা হতাশা প্রকাশ করেছে।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২০, ০৫:৪৭ / ২৬৭
প্রধানমন্ত্রীর ৭২৭৫০ কোটির প্রণোদনা ঘোষণায় প্রবাসীদের বরাদ্দ না থাকায় তারা হতাশা প্রকাশ করেছে।

রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর ———-প্রধানমন্ত্রীর ৭২৭৫০ কোটির প্রণোদনা ঘোষণায় প্রবাসীদের বরাদ্দ না থাকায় তারা হতাশা প্রকাশ করেছে।
এই বৈশ্বিক সংকটে প্রবাসীদের চাকুরী ব্যাবসা প্রতিষ্ঠান সবই বন্ধ হওয়ার কারণে বিদেশে বিপাকে পড়েছে, বেশিরভাগ প্রবাসীদের এক মাস টাকা না পাটালে তাদের সংসার চলে না,পরিবারের এক মাত্র সংসারের উপার্যনকারী ব্যাক্তিটিই যখন বেকার হয়ে পড়ে তখন পরিবারের সবাই অনিশ্চিত জীবনের দিকে চলে যায় ফলে নানান হতাশায় নিমজ্জিত, এদিকে প্রবাসে ও পরিবারের এক মাত্র উপর্যনকারী ব্যাক্তিটিই আজ সেচ্চায় গৃহ৷ বন্দী এমতাবস্থায় প্রতিটি রেমিট্যান্স যোদ্ধারা নানান টেনশনে ইতি মধ্যে অনেকে স্ট্রোক করে মারাও গেছেন, তাই অনেক প্রবাসীদের দাবী ছিল আশা ছিল যে সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে সেখানি প্রবাসীদের জন্য তোক বরাদ্দ থাকবে, কিন্তু প্রধানমন্ত্রীর ৭২৭৫০ কোটির প্রণোদনা ঘোষণার মধ্যে প্রবাসীদের কথা উল্লেখ্য না থাকায় সব প্রবাসীরা হতাশা, বেশ ক’জন প্রবাসী বিডি সংবাদ একাত্তর কে বলেন যেখানে আমরা প্রবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের সিংহভাগেরই যোগানদাতা। সেখানে আমাদের দূরদিনে সরকার কিছুই করলো না তারা আরও বলেন এইরকম চলতে থাকলে আমাদের দেশে পরিবারবর্গ না খেয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করবেন এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণার আহবান জানান ।

ব্রেকিং নিউজ :
Shares