পাখির ধাক্কায় দুর্ঘটনার কবলে বাংলাদেশ বিমান


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০১৮, ০৪:৫৬ / ২৬৩
পাখির ধাক্কায় দুর্ঘটনার কবলে বাংলাদেশ বিমান

পাখির ধাক্কায় দুর্ঘটনার কবলে বাংলাদেশ বিমা
বিশেষ প্রতিবেদকঃ
কলকাতার দমদমের নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশি বিমান। সোমবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে ঢাকা থেকে কলকাতাগামী বাংলাদেশের বিমানটি অবতরণের সময় ধাক্কা খায় পাখির সঙ্গে। তারপর জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করানো হয়। এই ঘটনায় বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও বিমান চালকের দক্ষতায় নিরাপদে অবতরণ করে। বিমানটিতে প্রায় ১৬২ জনের মতো যাত্রী এবং সাতজন বিমানকর্মী ছিলেন। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

বিমান ইঞ্জিনিয়ারদের দাবি, বিমানটির সামনের দিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বিমান বাংলাদেশের তরফে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে উড়ে যাবে। এই দুর্ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর কর্তৃপক্ষ।

ব্রেকিং নিউজ :
Shares