পবিত্র মক্কায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন।


rafiq প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২০, ১৩:২২ / ৩১১
পবিত্র মক্কায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন।

পবিত্র মক্কায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিনিয়র রিপোর্টার সেলিম আহমেদ,সৌদি আরবঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মক্কা আওয়ামী পরিষদ । ৩১ শে আগস্ট সোমবার রাতে মক্কায় স্থানীয় একটি হোটেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ন সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সম্পাদক সেলিম আহমেদ ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ হানিফ , মক্কা আওয়ামীলীগ নেতা আছলাম সেলিম । সভায় বক্তব্য দেন মোঃ শাহজান , সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু ছৈয়দ ,জসিম উদ্দিন , মোহাম্মদ ফারুক,দেওয়ান ইউনুচ,নুরুল আবচার,ওবায়দুল করিম,আবদুস সাত্তার, নাজিম উদ্দীন, মহিউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আরো অনেকেই । বক্তারা বলেন ,বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা একই সূত্রে গাঁথা ও অবিচ্ছেদ্য অংশ বাঙালির পরাধীনতার শেখল ভাঙ্গার স্বপ্ন বুননে ও মাথা উচুঁ করে দাঁড়াবার পথ তৈরিতে মহানায়কের ভূমিকায় যিনি কাজ করেছেন তিনিই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা, বাঙালি ও স্বাধীনতার বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে অস্বীকার করে কখনও বাঙালি হওয়া হওয়া যায় না। কারণ বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা একই সূত্রে গাঁথা ও অবিচ্ছেদ্য অংশ জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা এ কথা বলেন , জাতির পিতার চিন্তা-চেতনায় সব সময় কাজ করত বাংলা, বাঙালি ও বাংলাদেশ। তিনি ছিলেন এ দেশের স্থপতি। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার নাম এ দেশের লাখো কোটি মানুষের অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্তার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।

ব্রেকিং নিউজ :
Shares