পটিয়া১২- তৃণমুল বি এন,পি,র ফসল আলহাজ্জ্ব এনামুল হক এনাম -ধানের শীষ এর চুড়ান্ত প্রার্থী


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০১৮, ০৪:৪৯ / ৩৫৪
পটিয়া১২- তৃণমুল বি এন,পি,র  ফসল আলহাজ্জ্ব  এনামুল হক এনাম -ধানের শীষ এর চুড়ান্ত প্রার্থী

রফিক চৌধুরী জেদ্দা
সম্পাদক বিডি সংবাদ৭১ ———–
পটিয়া১২- তৃণমুল বি এন,পি,র ফসল আলহাজ এনামুল হক এনাম ,ধানের শীষ এর চুড়ান্ত প্রার্থী ———-
লক্ষ্য , উদ্দেশ্য, যদি সৎ হয় সাফল্য অনিবার্য।
তার উৎকৃষ্ট উদাহরণ আলহাজ্বএনামুল হক এনাম।
যাহা পটিয়ার জনসাধারণের কাছে প্রতিয়মান। আলহাজ্ব এনামুল হক এনাম একজন সফল ব্যবসায়ী থেকে সফল ব্যবসায়ী সংগঠনের নির্বাচিত নেতা। তিনি সামাজিক সংগঠক, শিক্ষানুরাগী, সমাজ সেবক থেকে উঠে আসা এক জন সফল রাজনীতিবিদ। তৃণমূলের আস্হা অর্জনে সক্ষম এই নেতা

চট্টগ্রাম, উত্তর দক্ষিণ, মহানগর কেন্দ্র পর্যন্ত আলোচিত একটি নাম- এনামুল হক এনাম।
তার শিক্ষা জীবনে ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল, তার সাথে সাথে ব্যবসায়িক ব্যস্ততায়, রাজনীতির থেকে দুরে থাকলেও স্থানীয় ও জাতীয়, নির্বাচনে, বি এন পি প্রার্থীদের পক্ষে কাজ করতে স্থানীয় নেতা কর্মীদের আহবানে সাড়া দিত। ১৯৯৬, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি দলীয় প্রার্থী, গাজী মুহাম্মাদ শাহজাহান জুয়েলকে এলাকায় বিপুল ভোটের ব্যবধানে পাশ করিয়ে আনে। ২০০৮ সালের নিরবাচনে ও স্থানীয় সাংসদ প্রতিকুল পরিস্থিতির শিকার হয় সে নির্বাচনে ও এনাম সাহেবের এলাকায় বিপুল ভোটে জয় লাভ করে। অন্য এলাকায় পিছিয়ে থাকার কারণে ঐ নির্বাচনে গাজী শাহজান জুয়েল নির্বাচিত হতে পারে নাই।
——————————–তার
কারন হিসাবে গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল তৃণমূল বি,এন,পি ও জনগনের মনজয় করতে ব্যার্থ
এই জুয়েল সাহেব দুই দুবার এম,পি হলেও লোক মুখে শোনা তার চাবিকাঠি ছিল নাকি তার কতৃথ বোনের জামাই বাবুল,এর হাতে, এলাকায় কিছু গটলেই
তদবিরবা সমাধানের জন্য বাবুল কে মোটা অংকের চাঁদা দিতে হতো তার চাদা বাজিতে এলাকার মানুষ অতিশ্ঠ হয়ে ওঠে। যখনই এম,পি ত্ব চলে যায় তখনই পাড়ি জমায় কানাডা। কানাডায়,স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে লাক্সজারি জীবন যাপন করে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বি,এন,পির সাধারণ সম্পাদক এর পদ থাকলেও তিনি ছিলেন না এলাকায়,
এই দিকে নেতৃত্ব শূন্য এলাকার হাল ধরেন দক্ষিণ জেলা বি,এন,পির কান্ডারী রাজ পথের লড়াকু সৈনিক তৃণমুলের আশার প্রতিক এনামুলহক এনাম ১/১১এর পর থেকে আন্দোলনসংগ্রাম এ সরব হয়ে ওঠে, এনামুলহক এনাম দির্গ দশবছর বি,এন,পির হাল ধরে তৃণমূল সহ পটিয়া বাসীর মন জয় করতে সক্ষম হয়, এই বিগত দশ বছর আওয়ামী সরকারের ইস্টিমরুলারের নির্জাতন নিপীড়ন সয্য করে
তার জীবন বাজি রেখে শৈরচার সরকারের রষানলে পড়ে রাজ পথে রক্তাক্ত শুধু হন নি একাধিকবার জেল জুলুম ও সইতে হয়েছে এই বি এন,পি নেতা এনামুল হক এনাম, সাহেবের ———————–
জুয়েল সাহেব যে বার পরাজিত হয়, তার
মাত্র ২০ দিন পরে উপজেলা নির্বাচনে বি এন পির প্রার্থী ইদ্রিস মিয়ার নির্বাচনে পশ্চিম পটিয়ার দায়িত্ব নেন আলহাজ্ব এনামুল হক এনাম। আওয়ামী সরকারের অধীনে প্রথম নির্বাচন, সে নির্বাচনে পশ্চিম পটিয়ায় বিপুল ভোটে এগিয়ে থাকার কারনে, আলহাজ্জ্ব ইদ্রীস মিয়া, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। এলাকার নেতা কর্মীদের চোখে এনাম ভাইয়ের সাংগঠনিক দক্ষতা প্রকাশ পায়। তার সুবাদে ২০০৯ সালে নবগঠিত দক্ষিণ জেলা বি এন পিতে সদস্য নির্বাচিত করে। ঐ নবগঠিত কমিটির প্রথম সভায় বাজিমাত। এলাকার বিপুল নেতা কর্মী সাথে নিয়ে প্রথম সভাতেই দৃষ্টি কাড়ে সকলের। এর থেকে নবদিগন্তের সুচনা। ২০১০ সালে কেন্দ্রীয় নেতা মরহুম হান্নান শাহ ও গয়েশ্বর রায়ের উপস্থিতিতে পটিয়া পটিয়া উপজেলা বি এন পির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়, পাশাপাশি, জেলা বি এন পির সহসভাপতির দায়িত্ব পালন করে। উনার রাজনৈতিক যখন উনার রাজনৈতিক উচ্চাশা প্রকাশ পায়, তখনই পটিয়ার নেতৃত্ব থাকা পটিয়া বিএনপির রাজনীতিবিদ গন উনার উত্থান টেকাতে, ব্যর্থ চেষ্টা করে। যার ফলে পটিয়ায় গ্রুপিং রাজনীতির প্রকাশ্য রুপ নেয়। সেই গ্ররুপিং রাজনীতির সুযোগে নিজের সাংগঠনিক দক্ষতা প্রকাশ করে, কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করে সবার নজর কাড়ে।

এবং চট্টগ্রামের সিনিয়র নেতৃত্বের ও কেন্দ্রের স্নেহের পরশে আবদ্ধ হয়ে যায়। বিশেষ করে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দু-দুবার উকিয়া টেকনাফ সফর কালে নজির বিহিন শোডাউন করে, কেন্দ্রে আলোচিত হয়। সেই সাথে দলীয় কর্মসূচীতে অংশ গ্রহন করে দক্ষিণ জেলার প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠে। দক্ষিণ জেলা বি এন পির অপর নাম এনামুল হক এনাম। বিরোধী দলের রাজনীতি করে, পটিয়ায় এক জনপ্রিয় নেতার আসন দখল করে নেয়। দলীয় শীর্ষ নেতৃবৃন্দের আস্থাভাজন হন। তারই পুরুষ্কার স্বরুপ একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বি এন পির একমাত্র মনোনীত ও চুড়ান্ত প্রার্থী এনামুল হক এনাম,।
আশা করি সকল বেদাবেদ ভুলে বি এন পি নেতৃবৃন্দ যদি ঐক্য বদ্ধ ভাবে কাজ করে, সুষ্ঠ নির্বাচন যদি আমরা আদায় করতে পারি,
তাহলে পটিয়ার হারনো আসন পুনঃরোদ্ধার সময়ের ব্যপার। আমাদের আশা ও প্রত্যাশা থাকবে
সব বেদাবেদ ভুলে,আমাদের গর্ব এক সময়ের টকশো ও সংসদ খাপানো বলিশ্ঠ কন্ঠস্বর গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, ইদ্রীস মিয়া ও
সৈয়দ শাদাত ভাই সহ পটিয়ার তৃণমূল বি এন,পি,র নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ কে বিজয় করতে পারলেই তৃণমূলের ফসল ঘরে তুলতে পারবে আর সে ফসলের সফল কৃষক হবেন আলহাজ্জ্ব এনামুল হক এনাম। ধানেরশীষ এর জয় হোক শুভকামনাএনাম ভাইয়ের জন্য

ব্রেকিং নিউজ :
Shares