পটিয়ায় রোহিঙ্গাদের অবস্থান নিয়ে রিপোর্ট দেয়ার নির্দেশ চেয়ারম্যানদের


rafiq প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০১৯, ২০:৩৬ / ২০২
পটিয়ায় রোহিঙ্গাদের অবস্থান নিয়ে রিপোর্ট দেয়ার নির্দেশ চেয়ারম্যানদের

রফিক চৌধুরী বিডি সংবাদএকাত্তর

সূত্র  জিরি নিউজ

পটিয়ায় রোহিঙ্গাদের অবস্থান নিয়ে রিপোর্ট দেয়ার নির্দেশ চেয়ারম্যানদের

পটিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা (২৯ আগস্ট) পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। একই সময়ে উপজেলা পরিষদের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

উভয় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার একরামুল আজম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুসহ উপজেলার সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা ও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানরা।

সভায় পটিয়া উপজেলায় সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার রোহিঙ্গাদের অবস্থান আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়াও পটিয়ার কোনো জনপ্রতিনিধি যদি রোহিঙ্গা নাগরিকদের নিয়ে আশ্রয় প্রশ্রয় বা রকম কারসাজিতে জড়িত   হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করার হুঁশিয়ারি দেন।

ব্রেকিং নিউজ :
Shares