দীর্ঘমেয়াদী লকডাউনে আবদ্ধ জীবন নির্মল বাতাসের মিস্টি সুর হারিয়েছে ক্ষন।


rafiq প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২০, ০৬:৫৭ / ১৮২
দীর্ঘমেয়াদী লকডাউনে আবদ্ধ জীবন নির্মল বাতাসের মিস্টি সুর হারিয়েছে ক্ষন।

তিতিবিরক্ত পৃথিবী  আবিদা সুলতানা, ———

এক দিকের সীমান্ত মুছে গিয়ে এখন পৃথিবী দাড়িয়ে আছে।

এক আকাশের নীচে
অজানা অচেনা প্রতিপক্ষের,
বিরুদ্ধে একজোটে লড়াইয়ে নেমেছে।

পাল্টে যাচ্ছে পৃথিবীর সবকিছু
ক্ষুদ্র এক ভাইরাসের কাছে,
দীর্ঘমেয়াদী লকডাউনে আবদ্ধ জীবন
নির্মল বাতাসের মিস্টি সুর হারিয়েছে ক্ষন।

দল বেধেঁ ফিরে আসছে পরিযায়ী পাখি
মূত্যুর হাতছানিতে টলমলে আখিঁ।

তিতিবিরক্ত পৃথিবী সইলো না আর
এক্টিভেট করলো ইমিউন সিস্টেম তার।

চারপাশের পরিবেশে করোনার ঢেউ
স্মরণকালের মধ্যে যা কখনো দেখেনি কেউ।

মানুষের মনুষ্যবোধ মানবিকতা
আজ লোভের কাছে পরাস্ত,
অন্তকরনের বিশুদ্ধতা লাভের উপাদান
প্রাপ্তি অপ্রাপ্তির কষ্টিপাথরে বিচার্য।

পার্থিব জগতে যা কিছু সুন্দর ভোগ্য তা
প্রকৃতিপ্রদত্ত একটা সীমারেখায় টানা,
বিবেকবোধ যেখানে নিদ্রারত
যা জাগ্রত হয় না।

লোভ লালসার শিকারে সমাজে
আজ পরিত্রাহি চিত্কার,
লোভের আগুনে চারিদিকে পুড়ে ছারখার ।

পাল্টে যাচ্ছে পৃথিবী পাল্টে যাচ্ছে দিন
এই ভাইরাস আমাদের জন্য,
খারাপ আবার মনে হয় ভালোরি দিক।

এর ভয়াবহতায় মানুষের হ্নদয়ে
জন্ম নিচ্ছে উদারতা আর দয়া,
হয়তো সফলতা আনবে এই ভয়াবহ করোনা।

মানুষের মাঝে অন্তরাল থেকে তৈরি হচ্ছে
মানসিক একধরনের ঐক্যের বন্ধন।

মানুষ মানুষকে ভিন্নভাবে,
অনুভব করার সুযোগ দিচ্ছে কোয়ারিন্টেন
মূত্যুর ভয় করি আল্লাহ কে ডাকি বারবার
আল্লাহ ছাড়া কেউ দিবে না এর সমাধান।

ব্রেকিং নিউজ :
Shares