দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকএর জন্য ত্রাণের তালিকা করুন: প্রধানমন্ত্রী


rafiq প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২০, ১৯:২৭ / ২৪২
দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকএর জন্য ত্রাণের তালিকা করুন: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার  বিডি সংবাদ একাত্তর =======

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা জনপ্রতিনিধি ও দলের নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, দল মত নির্বিশেষে মানুষকে মানুষ হিসাবে দেখে তাদের তালিকাটা তৈরি করার অনুরোধ করবো। আপনারা খালি কে ভোট দিল তারা না, জনগণ হিসাবে দেখে সেভাবে তালিকা করবেন, এই কথাটা শুনবেন ধারণ করবেন এবং সেইভাবে কাজ করবেন। এটি আমার পার্টির নেতাকর্মীর কাছে নির্দেশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণভবনে করোনাভাইরাস মোকাবেলায় সমন্বয় কার্যক্রমের অংশ হিসেবে তিনি ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে মতবিনিময় করেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সংযুক্ত হয়ে তিনি এ সব কথা বলেন।

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রশাসকদের কার্যালয়ে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অভিমতের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেটা দেবো, আপনি আমার কথাটা শোনেন, সার্কুলারটা ভালো করে পড়েন। প্রত্যেক জেলায় কিন্তু সার্কুলার পাঠানো হয়েছে আওয়ামী লীগ অফিস থেকে। গতকালকে আমি ফোনে ওখানে ভিডিও কনফারেন্স করেছি, কথা বলেছি এবং একটা সার্কুলার করে দিয়েছি।’

‘আপনারা একটা কমিটি করবেন, কোন মানুষ সে দল মত নির্বিশেষে মানুষকে মানুষ হিসাবে দেখে তাদের তালিকাটা তৈরি করা এবং সেটার ব্যাপারে আমাদের যে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে আমাদের একটা কমিটি করা আছে ত্রাণ বিতরণের, সেখানে একটা যোগাযোগ করা, যাতে কেউ যেন বাদ না যায়, সেটা দেখা।’

‘আমরা আমাদের দল থেকে তো দিচ্ছি, কিন্তু সরকারি যেটা যাচ্ছে, সেটা যেন সঠিক লোকদের হাতে যায়? আমরা আরো দশ টাকার চাল, যারা একটু হাত পেতে খেতে পারে না, তাদের জন্য রেশন কার্ডের যে ব্যবস্থা করবো, সেখানেও সঠিক নামের তালিকা যেন যায়, সেজন্য আপনারা দেখে দেবেন, এখানে আমাদের নির্বাচিত মেয়র বা অন্যান্য যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ করবো, আপনারা খালি কে ভোট দিল তারা না, জনগণ হিসাবে দেখে সেভাবে তালিকা করবেন, এটা কিন্তু আমি শুরুতেই বলছি, আশা করি আমার সাথে যারা সম্পৃক্ত আছেন, সংযুক্ত আছেন যে কয়টা জেলা প্রত্যেকে এই কথাটা শুনবেন ধারণ করবেন এবং সেইভাবে কাজ করবেন। এটা আমার পার্টির নেতাকর্মীর কাছে নির্দেশ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আর প্রশাসনকে বলব, আপনারা এই সম্পৃক্ত করে নেবেন, যাতে করে আপনারা সঠিক লোকদেরকে চিনতে পারেন। কারণ সবার পক্ষে চেনা সম্ভব না। কিন্তু স্থানীয়রা চেনে এবং জানে। সেইভাবে তালিকাটা করবেন।’

গণভবন থেকে ঢাকা বিভাগের অন্তর্গত জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।

ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোস্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়।

ব্রেকিং নিউজ :
Shares