তানিয়া জাহান ঝর্ণার লেখা বই এখন লন্ডনের বাংলাদেশ বইমেলায়।


rafiq প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০১৯, ১৯:৪৭ / ২৮৯
তানিয়া জাহান ঝর্ণার লেখা বই এখন লন্ডনের বাংলাদেশ বইমেলায়।

বিশেষ সংবাদ দাতা ঃ- সাঈফুল রাজীব  তানিয়া জাহান ঝর্ণার লেখা ০২ টি বই পাওয়া যাবে লন্ডনে বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনের E1 5HU ব্র্যাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে হচ্ছে”বাংলাদেশ বইমেলা,সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯”সময় সূচি দুপুর ০২ টা থেকে রাত ০৯ টা

উৎসবে থাকছে আলোচনা,সেমিনার,স্বরচিত কবিতা পাঠ,আবৃত্তি,গল্প পাঠ,সঙ্গীত,শিশু শিল্পীদের পরিবেশনা ও নৃত্য

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত পারিজাত প্রকাশনী বুক ষ্টল ও প্রবাসী কর্নারে পাওয়া যাবে তানিয়া জাহান ঝর্ণার লেখা মেঘ পরীদের ডানা ও নীল রঙের ভালোবাসা নামে ০২ টি বই।

বইটির লেখিকা তানিয়া জাহান জানান:বই দুটি ইতোমধ্যে গতবারের একুশে বইমেলায় সহ আরো বেশ কয়টি অনুষ্ঠানে পাঠকের প্রচুর ভালোবাসা অর্জন করেছে,তার ই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের পাঠকের জন্য বাংলাদেশ বইমেলা,সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে উপস্থাপন করা হচ্ছে,এ সময় তিনি বই প্রেমীদের কে বইগুলো সংগ্রহের অনুরোধ জানান।

তানিয়া জাহান ঝর্ণা আরো জানান একযুগের ও বেশি সময় ধরে লন্ডনে বসবাস করে আসছেন,ছোটবেলা থেকে লেখালেখি করলে ও বই বের করা বা লোক সমুখে নিজেকে তুলে ধরার প্রয়াস কখনো ছিল না,কিন্তু বিলেতে এসে বাংলা ভাষা ও সাহিত্যের বরপুত্র বিখ্যাত সাংবাদিক ও কলামিস্ট কবি আব্দুল গাফ্ফার চৌধুরীর স্বানিধ্যে এসে এবং প্রখ্যাত কলামিস্ট মোনায়েম সরকারের অনুপ্রেরণায় লেখা গুলু একটা ফ্রেমে বেঁধে ভবিষৎ প্রজন্মদের জন্য সংরক্ষণের উদ্যোগ নেন তিনি।

ব্রেকিং নিউজ :
Shares