জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়বে মানুষের নানা মাত্রিক খরচ, “মুক্ত চিন্তা” সৈয়দ ইফতেখার,


rafiq প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২২, ০৪:২০ / ১৯৩
জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়বে মানুষের নানা মাত্রিক খরচ, “মুক্ত চিন্তা” সৈয়দ ইফতেখার,

‘জ্বালানি তেলের দাম বাড়ায়,বাড়বে মানুষের নানা মাত্রিক খরচ।”মুক্ত চিন্তা ” সৈয়দ ইফতেখার

বিডি সংবাদ একাত্তর ঃ সব কিছুরই একটা লিমিট থাকে’ আমরা এই বাক্যটা বরাবরই বলি। জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাপারটি এই বাক্যকেও ছাড়িয়ে গেছে।

জানতাম বাড়বে, কিন্তু এতো মাত্রাতিরিক্তভাবে বিষয়টি হবে তা কল্পনাতেও ভাবা হয়নি! অথচ বিশ্ববাজারে দাম কমতির দিকে (যদিও আন্তর্জাতিক অনেক কিছুই জড়িত)।

জ্বালানি তেলের দাম বাড়ায়, এবার বাড়বে মানুষের নানামাত্রিক খরচ…। যেমন, বাস ভাড়া বাড়বে, রাইড শেয়ারিংয়ে ভাড়া বাড়বে, ফসল উৎপাদন খরচ বাড়বে, খাদ্যের দাম বাড়বে, বাড়ি ভাড়া বাড়বে, বিভিন্ন জিনিসের দাম বাড়বে, আরও কত কি! এমনকি বাড়বে রিকশা ভাড়াও! দিন শেষে যার খেসারত দেবেন মাথার ঘাম পায়ে ফেলা মানুষজন!
যাদের কালো টাকা আছে তাদের কোন কিছুতেই কোন সমস্যা নেই।

দাম বেড়েছে প্রতি লিটার ডিজেল ৩৪ টাকা করে, কেরোসিনে ৩৪, অকটেনে সর্বোচ্চ ৪৬ টাকা, পেট্রোল ৪৪ টাকা।
দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।

ব্রেকিং নিউজ :
Shares