জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সদস্য জিয়াউর রহমান (জিয়া) করোনা আক্রান্ত হয়ে পবিত্র মক্কার একটি হাসপাতালে  ইন্তেকাল করেছেন।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২০, ২১:১৯ / ২৫০
জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সদস্য জিয়াউর রহমান (জিয়া) করোনা আক্রান্ত হয়ে পবিত্র মক্কার একটি হাসপাতালে  ইন্তেকাল করেছেন।

রফিক চৌধুরী সৌদি আরব প্রতিনিধি——-জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সদস্য জিয়াউর রহমান (জিয়া) করোনা আক্রান্ত হয়ে পবিত্র মক্কার একটি হাসপাতালে  ইন্তেকাল করেছেন   ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাওজিউন মৃত্যু কালিন  তার বয়স হয়ে ছিলো  ৩৫+ কক্সবাজার উখিয়া থানার  পালং খালি নিবাসী জনাব জিয়াউর রহমান  (জিয়া) তিনি  মক্কায় আল আবির কোম্পানির  মার্কেটিং ম্যানেজার হিসাবে দায়িত্বরত  ছিলেন, তিনি স্বপরিবারে  সৌদিতে থাকতেন। তাহার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, তার মৃত্যুতে গার্ডিয়ান ফোরামের   সম্মানিত সভাপতি মঈন চৌধুরী  ও সাধারণ সম্পাদক  হাবিব পাটোয়ারী ও প্রধান উপদেষ্টা  জনাব মোহাম্মদ   ইলিয়াস বিডি সংবাদএকাত্তর কে    এক বৃবরিতিতে মরহুমএর জন্য  গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি আন্তরিক    সমবেদনা   জানান। সে সাথে

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের   গার্ডিয়ান ফোরামের সকল সদস্য বৃন্দ সবাই  মরহুম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল  ফেরদাউস নসিব করেন আমিন।  ——————————উল্লেখ্য সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৩জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৮৬২। মারা গেছে ৬জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৪২জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৩১জন। নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৫৬জন, মক্কায় ৪০জন, মদিনায় ১০৯জন, জেদ্দায় ৬৯জন, দাম্মাম ৮৪জন, খোবার ১জন, জুবাইল ৬জন, ইয়াম্বু ৪জন, তায়েফ ৯জন, হুফুফ ৮৬জন, খুলাইস ৬জন, আল মাকুয়া ৬জন, আরার ৫জন, আল জুলফি ১জন, কাতিফ ৪জন, আল বাহা ২জন, দাহারান ১জন, রাস্তানুরা ২জন, আল মুযালিফ ১জন, আল কুরাই ১জন, বলে জানা গেছে,তথ্যসূত্রে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

ব্রেকিং নিউজ :
Shares