জেদ্দা কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিন কে বিদায় সংবর্ধনা।


rafiq প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০১৯, ০৯:৪১ / ৩৫০
জেদ্দা কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিন কে বিদায় সংবর্ধনা।

জেদ্দা থেকে হানিছ সরকার উজ্জল রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল জেদ্দা এর উদ্যোগে।মান্যবর কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিন কে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি ও সংগঠনের সভাপতিএম ওয়াই আলাউদ্দিন, বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ী কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর লেবার মোঃ আমিনুল ইসলাম কাউন্সিলর মুজিবুর রহমান কনসাল ভিসা ও পাসপোর্ট কামরুজ্জামান প্রথম সচিব কামরুজ্জামান ভূঁইয়া কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান সোনালী ব্যাংক প্রতিনিধি ফজলুল করিম প্রথম সচিব কাজী সালাউদ্দিন সহ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জলের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রুমী সাঈদ, সিনিয়র সহ সভাপতি বাংলাভিশন জেদ্দা প্রতিনিধি সোহেল রানা সংগঠনের সাধারণ সম্পাদক এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সহ-সভাপতি এটিএন বাংলা মক্কা প্রতিনিধি সাজেদুল ইসলাম সংগঠনের সাংগঠনিক সম্পাদক এসএ টিভির জেলা প্রতিনিধি বাহাউদ্দিন বকুল, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজিব বক্তব্য রাখেন রঞ্জু আহমেদ চ্যানেল 24সৈয়দ আহমেদ মাই টিভির জেদদা প্রতিনিধি মোবারক হোসেন ভূঁইয়া সময় টিভির জেলা প্রতিনিধি আলমামুন শিপন, আরো উপস্থিত ছিলেন এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি কাউসার আব্দুস সালাম ইকবাল হোসেন প্রধান জয়যাত্রা জেদ্দা প্রতিনিধি মোহাম্মদ নূর আলম, বিদায়ী অতিথি তার বক্তব্যে বলেন এই মিডিয়াদের প্রচারণার জন্য আজ বাংলাদেশ কনস্যুলেট বহির্বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান পর্যায়ে আছেন, গণশুনানি এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য গুলো প্রচারণারই ফসল, সবশেষে বিদায়ী অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে।গভীর বিসিএস জেদ্দা কনস্যুলেট প্রথম স্থান অধিকার করায় কনস্যুলেটের কর্মকর্তার পাশাপাশি মিডিয়া ব্যক্তিদেরকে ধন্যবাদ জানান

ব্রেকিং নিউজ :
Shares