জেদ্দায় একুশে টিভির ২০বৎসর পদার্পণ উপলক্ষে সূধীসমাবেশ।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০১৯, ১২:০৫ / ২৮৫
জেদ্দায় একুশে টিভির ২০বৎসর পদার্পণ উপলক্ষে সূধীসমাবেশ।

রফিক চৌধুরী জেদ্দা থেকে 

পরিবর্তনে অংগিকার বদ্ধ এই শ্লোগানকে সামনে রেখে      একুশে টিভির ২০বৎসর পদার্পণ উপলক্ষে জেদ্দা গোল্ডেন হোটেলে  এক সূধীসমাবেশ এর আয়োজন করা হয় সাঈদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও একুশে সাংবাদিক মোহাম্মদ ফিরোজ ও আনোয়ার জাহিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন গ্রুপ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীধ      আলহাজ্ব আব্দুরহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা ভিশন দর্শক ফোরামের সভাপতি ও বিশিষ্টরাজনীতিবীধ     মনিরুজ্জামান তপন, ও  বিশিষ্টসাংবাদিক ও রাজনীতিবীধ কাজী নওফল,ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি ,এম,ওয়াই আলাউদ্দিন,    বিশিষ্ট সাংবাদিকও কলামিস্ট রুমি     সায়েদ,এম,এ,সালাম, ইন্জিনিয়ার নুরুল আমিন,আশরাফ আলিম,শরিফ মোহাম্মদ হারুন সহ আরওঅনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ

rbt

প্রধান অতিথির  বক্তব্যে জনাব আলহাজ্ব আব্দুরহমান  সাহেব বলেন  বর্তমান সমাজে ঘটে  যাওয়া অবিচার আনাচার গুলো সটিক ভাবে তুলে ধরা হলো সাংবাদিকদের দায়ীত্ব,তার সাথে সাথে নব্বইয়ের শৈরশাষক  এরশাদকে   আমরা আওয়ামিলীগ বি এন পি মিলে যেভাবে তার পতন ঘটিয়েছি প্রয়োজনেে  সামনে যে কোন শৈরশাষককে হটিয়ে গনতন্ত্রকে মুক্ত করবো ইনশাআল্লা,হ সে সাথে সৌদিআরবের শ্রম বাজার যেন ক্ষতি গ্রস্তহ  না হয় সেভাবে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে।বিশেষ অতিথি   মনিরুজ্জামান তপন  বলেন আমরা যে যেই দল করিনা কেন আমরা এখানে সহবস্থানে থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বলকরতে হবে বিদেশের মাটিতে, সাংবাদিকদের বিশেষ  ভুমিকা র কথা উল্লেখ করে  তিনি বলেন  দুঃখজনক হলেও  সত্যযে দীর্ঘদিন পরেও  সাগর রুমির  হত্যাকারীদের এখনো সনাক্ত করতে পারেনি এই সরকার, আমরা তার বিচার দাবী করছি । কাজী নওফেল বলেন রীয়াদ এ নিউজ উইং করা হয়েছে এবং তথ্য মন্ত্রী কে আমি অনুরুধ করেছি যাথে সাংবাদিকদের জন্য  নানাবিধ সুযোগ সুবিধা দেওয়া হয়।এবং তথ্যউপদেষ্টা জনাব ইকবালসোবান এর সাথেও আমি কথা বলেছি সে সাথে সাংবাদিকদের বিশেষওয়ার্কসপে করার আশা প্রকাশ করেন, এছাড়াও আগত অতিথি রা একুশে টিভির  আগামীপথ চলা আরো সুন্দরও বেগবান করার আশাবাদী,  পরিশেষে কেক   কেটে একুশেটিভির২০ বৎসরপূর্তি উৎসব পালন করেন।                  এতে আরও

fbt

  বক্তব্য রাখেন  ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশন সাধারণ সম্পাদক মাসুদ সেলিম, যূগ্ন সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, মোবারক ভুইঁয়া,কাউসার নুর,আলম, আব্দুসালাম, আল মামুন  শিপন,সাঈফুল ইসলাম,বিডি সংবাদ একাত্তর সম্পাদক রফিক চৌধুর সম্পাদক,এবি,এস রাব্বি, মুফজুল আলম,সফিক আহম্মদ, ইদ্রিস, শামিম চাোধুরী, বোরহান, আতাউর রহমান মাসুদ,বোরহান, মুফিজুল আলম, সফিক,আব্দু রাজ্জাক সাঈদ আনোয়ার,, সহ আরও অনেকে। পরে সকলে নৈশভোজের আয়োজনকরাহ।

ব্রেকিং নিউজ :
Shares