জেদ্দার জনপ্রিয় শুভেচ্ছা ব্যান্ডকে-ঢাকায় টংগিবাসীর উষ্ণ সংবর্ধনা।


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০১৯, ০৬:১৮ / ২২৯
জেদ্দার জনপ্রিয় শুভেচ্ছা ব্যান্ডকে-ঢাকায় টংগিবাসীর উষ্ণ সংবর্ধনা।

রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর  
সম্প্রতি সৌদি আরব জেদ্দার জনপ্রিয় -শুভেচ্ছা ব্যান্ডকে ঢাকার টংগিবাসীর পক্ষ থেকে

এক উষ্ণ সংবর্ধনার আয়োজনকরে জাবেদ আহমেদ সুমন এর সভাপতিত্বে এতে জেদ্দার জনপ্রিয় শুভেচ্ছা ব্যান্ডের কর্ণধার জনাব আজিজুল হক মিলন এর সংগীত পরিচালনায় উক্ত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুশ্টান এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ডঃ নাজিম সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিংবদন্তি ও জনপ্রিয় শিল্পী জনাব ফেরদাউস ওয়াহিদ,সেলিম মোল্লা, জাহাঙ্গীর, মামুন,, এতে প্রবাসী ও ঢাকার নামীদামী শিল্পীরা ও উক্ত সাংস্কৃতিক অনুশ্টান এ গান পরিবেশন করেন। অত্যান্ত আনন্দ গন পরিবেশ অনুষ্ঠিত সংবর্ধনা সভার শুরতেই অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন পরে দেশীয় সাংস্কৃতিক অনুশ্টান কে তুলে ধরেন এসময় উপস্থিত অতিথি ও টংগীবাসী শুভেচ্ছা ব্যান্ডের পারফরমেন্স এ মুগ্ধ হয়ে মুহ মুহ করতালীর মাধ্যমে স্বাগত জানান উপস্থিত অডিয়েন্স ও অতিথিরা, এবং

প্রদান অতিথির বক্তব্যে ডঃ নাজিম সরকার বলেন শুভেচ্ছা ব্যান্ড ও তার প্রতিশ্ঠাতা জনাব আজিজুল হক মিলন আমাদের গর্ব, তার অত্যান্ত পরিশ্রম আর মেধার কারণে দেশ পেরিয়ে বিদেশ এর মাটিতে ও সুনাম অর্জন করে আসছে আর তার পুরো কৃতিত্বয় হচ্ছে আমাদের আজিজুল হক মিলন ও তার শুভেচ্ছা ব্যান্ডের উপস্থিত সদস্যরা, আমি টংগিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ব্যান্ড কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই টংগি বাসী সবসময় শুভেচ্ছা ব্যান্ড ও আজিজুল হক মিলন এর পাশে আছি থাকবো।বিশেষ অথিতি বক্তব্যে জনপ্রিয় শিল্পী জনাব ফেরদাউস ওয়াহিদ বলেন আজিজুল হক মিলন কে আমি খুবই কাছে থেকে দেখি তার মেধা ও যোগ্যতার বদৌলতে আজ সে দেশে বিদেশে সমাদিত এবং তার টিমের সদস্যদের প্রতি ও আমী আশাবাদী তারা অনেক দূর এগিয়ে যাবে । আমি তার উত্তর উত্তর সাফল্য কামনা করছি। । সভাপতির বক্তব্যে জনাব জাবেদ আহমেদ সুমন বলেন আমি আজ গর্বিত, টংগিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ব্যান্ডকে সংবর্ধনা দিতে পেরে, আমাদের আজিজুল হক মিলন দীর্ঘদিন ধরে প্রবাসে দেশের সাংস্কৃতিক টাকে তুলে ধরে দেশের ভাবমূর্তি কে উজ্জ্বল করেছে আমি তার আরও সাফল্য কামনা করছি, এবং আজকের আগত সকল অতিথিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এতবড় একটা সংবর্ধনা অনুশ্টান করতে আপনারা সহযোগিতা করেছেন এবং তিনি আগত অডিয়েন্সের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, শুভেচ্ছা বক্তব্যে শুভেচ্ছা ব্যান্ডের কর্ণধার জনাব আজিজুল হক মিলন বলেন আমি আজ গর্বিত এবং পুষ্পটিত যে আপনারা আমাকে এত বড় সম্মান দিয়েছেন, দোয়া করবেন আপনাদের ভালবাসাকে পূঝিঁকরে আমি যেন আরও এগিয়ে ষেথে পারী।, অনুশ্ঠানে নতুন ও পুরানো গানের আনন্দে মেতে উঠে আগত অতিথিরা, পরি শেষে নৈশভোজের আয়োজন করা হয় , সূত্র বিডি সংবাদ একাত্তর

ব্রেকিং নিউজ :
Shares