জেদ্দায় ২নং খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত।


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২০, ০৪:৪৭ / ২০৪
জেদ্দায় ২নং খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত।

রফিক চৌধুরী জেদ্দা থেকে ঃ জেদ্দায় ২নং খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত।প্রকৃতির লীলাভূমি বাংলাদেশের সিলেট ।ধর্মীয় দিক থেকে বাংলাদেশে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি এ অঞ্চলের প্রচুর সংখ্যক বাংলাদেশি ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছে। রেমিটেন্স এর মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সঞ্চিত অর্থ প্রেরণ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই অঞ্চলের প্রবাসীদের রয়েছে বিশেষ অবদান।

বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবে ও কাজ করছেন বিপুল সংখ্যক সিলেট প্রবাসী। সিলেট অঞ্চলের প্রবাসীরা যেখানেই বসবাস করছেন সেখানে তারা গড়ে তুলেছেন এক টুকরো সিলেট। প্রবাসে ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে রয়েছে তাদের অনান্য অবদান। দেশের মধ্যে যেমন নিজেদের মধ্যে সোহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন তেমনি প্রবাসেও একে অপরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে তা অব্যাহত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন সিলেট অঞ্চলের এইসব প্রবাসীরা। এই অঞ্চলের প্রবাসীরা সবসময়ই নিজেদের প্রাধান্য দিয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছেন। প্রবাসেও খেলাধুলা, সংস্কৃতি চর্চা এমনকি একে অপরের সমস্যা সমাধানে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সৌদি আরবে এসেও এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন যা অন্যান্য অঞ্চলের প্রবাসীদের কাছে ঈর্ষণীয়। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দায় গড়ে তুলেছেন ২ নং খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থা।
সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে এলাকার ব্যবসা বাণিজ্য উন্নয়নে অবদান রেখে নজর কেড়েছেন প্রবাসীদের মধ্যে।

সংগঠনের সভাপতি জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আরশ আলী গনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সাড়া জাগিয়েছেন। ইতোমধ্যে সংগঠনের সদস্য সংখ্যা ছাড়িয়ে গেছে হাজারো।
গতকাল সৌদি আরবের বাণিজ্যিক রাজধানীর লোহিত সাগর তীরবর্তী স্থানীয় একটি হোটেলে সংগঠনের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে আলহাজ্ব আরশ আলীর সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস মান্না ,রাসেল মাহমুদ ও আব্দুল্লাহ তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান পীর মোঃ লিয়াকত হোসেন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দার ইয়ং স্টার ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সংস্কৃতিক ব্যক্তিত্ব জসিমউদ্দিন ভুঁইয়া ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী ফখরুল ইসলাম মুন্সী, সালেহ আহমেদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়েস আহমেদ, সংগঠনের অন্যতম উপদেষ্টা আব্দুর রউফ,রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান এবং বিশিষ্ট সংগঠক খালেদ রানা প্রমুখ।
এছাড়া সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় নিয়ে ফখরুল ইসলাম পিপরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল খায়ের রেদওয়ান, ফখরুল ইসলাম রিপন, সিরাজুল ইসলাম, আরফান আলী, রুহুল আমিন, হাবিবুর রহমান লালা,কাওছার আহমেদ, আরফান আলী , মাখন মিয়া মানিক মিয়া, রাজা মিয়া, আনোয়ার হোসেন, মঞ্জুর আহম্মেদ, আরিফুর রহমান, মাহবুবুর রহমান, সাজ্জাদ মিয়া, ইলিয়াস আলী ,চুনু মিয়া, ফরিদ আহমদ ,সুরমান আলী, নুর প্রবাসী, মুস্তাফিজুর রহমান আতিক ,আলামিন, রিপন মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ ।

ব্রেকিং নিউজ :
Shares