চট্রগ্রাম বিভাগঃ নৌকার মাঝি হিসেবে আওয়ামীলীগর টিকেট পেয়েছেন যারাঃ


rafiq প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০১৮, ০৫:১৬ / ২৭৩
চট্রগ্রাম বিভাগঃ নৌকার মাঝি হিসেবে আওয়ামীলীগর টিকেট পেয়েছেন যারাঃ

জসিম মাহমুদ।।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের চিঠি দিয়ে মনোনয়নের কথা জানানো হচ্ছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র দিচ্ছেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসন থেকে মনোনয়ন পেয়েছেন যারা- আওয়ামী লীগ ও শরিক দলের চূড়ান্ত প্রার্থী তালিকাঃ #চট্টগ্রাম_১ (মিরসরাই) – আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম,পি #চট্টগ্রাম_২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী নেই [এই আসনের বর্তমান এমপি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশার মাইজভান্ডারি] #চট্টগ্রাম_৩ (সন্দ্বীপ) – আসনে বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা #চট্টগ্রাম_৪ (সীতাকুণ্ড)- আসনে বর্তমান এমপি দিদারুল আলম। #চট্টগ্রাম_৫ হাটহাজারী আসনে প্রার্থী নেই [এই আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।] #চট্টগ্রাম_৬ রাউজান আসনে বর্তমান এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। #চট্টগ্রাম_৭ রাঙ্গুনিয়া আসনে বর্তমান এমপি ড. হাছান মাহমুদ। #চট্টগ্রাম_৮ (বোয়ালখালী-চান্দগাঁও আংশিক) প্রার্থী নেই [জাসদ একাংশের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল।] #চট্টগ্রাম_৯ (কোতোয়ালী)কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল [জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এই আসনের বর্তমান এমপি,] #চট্টগ্রাম_১০ (ডবলমুরিং) আসনে বর্তমান এমপি ডা. আফছারুল আমিন। #চট্টগ্রাম_১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বর্তমান এমপি এমএ লতিফ। #চট্টগ্রাম_১২ (পটিয়া) আসনে বর্তমান এমপি শামসুল হক চৌধুরী। [ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনকে ছেড়ে দেয়া হতে পারে] #চট্টগ্রাম_১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বর্তমান এমপি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। #চট্টগ্রাম_১৪ (চন্দনাইশ) আসনে বর্তমান এমপি নজরুল ইসলাম চৌধুরী। #চট্টগ্রাম_১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বর্তমান এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী। #চট্টগ্রাম_১৬ (বাঁশখালী) আসনে বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান। [জাতীয় পার্টির নেতা সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীকে ছেড়ে দেয়া হতে পারে] #কক্সবাজার_১(উখিয়া-টেকনাফ)জাফর আলম #কক্সবাজার_২( কুতুবদিয়া- মহেশখালী) আশেক উল্লাহ রফিক #কক্সবাজার_৩(রামু- সদর)সাইমুম সরওয়ার কমল , [জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলুকে ছেড়ে দেয়া হতে পারে] #কক্সবাজার_৪(চকরিয়া- পেকুয়া)শাহীনা আক্তার চৌধুরী #খাগড়াছড়ি: কুজেন্দ্র লাল ত্রিপুরা #বান্দরবান: বীর বাহাদুর উ শৈ সিং, #রাঙ্গামাটি: দীপংকর তালুকদার #ব্রাহ্মণবাড়িয়া-৩: র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী #ব্রাহ্মণবাড়িয়া-৪: অ্যাড. আনিসুল হক #ব্রাহ্মণবাড়িয়া-৬: ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম #কুমিল্লা-১: সুবিদ আলী ভুঁইয়া #কুমিল্লা-২: সেলিনা আহমেদ মেরি #কুমিল্লা-৩: ইউসুফ আব্দুল্লাহ হারুন #কুমিল্লা-৪: রাজী মোহাম্মদ ফখরুল #কুমিল্লা-৫: অ্যাড. আবদুল মতিন খসরু #কুমিল্লা-৬: আ ক ম বাহাউদ্দিন বাহার #কুমিল্লা-৭: অধ্যাপক আলী আশরাফ #কুমিল্লা-১০: আ হ ম মুস্তফা কামাল লোটাস #কুমিল্লা-১১: মুজিবুল হক #চাঁদপুর-১: ড. মহিউদ্দিন খান আলমগীর ও গোলাম হোসেন #চাঁদপুর-২: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া #চাঁদপুর-৩: ডা. দীপু মনি #নোয়াখালী-১: এইচ এম ইব্রাহিম #নোয়াখালী-২: মোর্শেদ আলম #নোয়াখালী-৩: মামুনুর রশিদ কিরণ #নোয়াখালী-৫: ওবায়দুল কাদের #নোয়াখালী-৪: একরামুল করিম চৌধুরী #লক্ষ্মীপুর-৩: এ কে এম শাজাহান কামাল ও গোলাম ফারুক পিংকু #লক্ষ্মীপুর-৪: মো. আব্দুল্লাহ

ব্রেকিং নিউজ :
Shares