চট্টগ্রাম মহানগর জাসাসের  ১১১ সদস্য বিশিষ্ট  অবিষ্মরণীয় পূর্নাঙ্গ কমিটি ঘোষনা।


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২১, ০৬:১৭ / ৩০৭
চট্টগ্রাম মহানগর জাসাসের  ১১১ সদস্য বিশিষ্ট  অবিষ্মরণীয় পূর্নাঙ্গ কমিটি ঘোষনা।

চট্টগ্রাম মহানগর জাসাসের  ১১১ সদস্য বিশিষ্ট   অবিষ্মরণীয় পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

 রফিক চৌধুরী বিডি সংবাদ ৭১ ঃ—– দুই যুগের ও বেশি সময় ধরে  চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নিয়ে  কাজ করে আসা অত্যন্ত ধৈর্য শীল পরিক্ষিত ত্যাগী নেতা প্রখ্যাত সংগীতশিল্পী ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব  আব্দুল মান্নান (রানা)কে  সভাপতি, মামুনুর রশীদ সিপন, সাধারণ সম্পাদক, ও আবুল কালাম কে সাংগঠনিক সম্পাদক করে  বহুল কাংখিত বন্দর নগরী চট্টগ্রাম মহানগর জাসাস এর কমিটি অনুমোদন দেন।  বন্দরনগরী  চট্টগ্রাম এসে কাজী দেওরী  বি এন পির দলীয় কার্যলয়ে, জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ডঃ মামুন আহমেদ, সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন উক্ত কমিটি অনুমোদন করেন।  এই জন্য  সদ্য ঘোষিত চট্টগ্রাম মহাানগর জাসাস এর নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তার আগেে চট্টগ্রাম এসে পৌঁছালে চট্টগ্রাম মহানগর জাসাস সভাাপতি জনব আলহাজ্ব আব্দুল মান্নান রানা নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ  ঢাকা থেকে আসা কেন্দ্রীয়  নেতৃৃৃৃবৃন্দদের ফুুুল, দিয়ে শুভেছা জানান,

কতটুকু সৎ সাহস আর স্বচ্ছতা থাকলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর বিএনপি’র কার্য্যালয়ে বসে দীর্ঘ দুই যুগেরো বেশি সময় ধরে পদ বঞ্চিত নেতা কর্মীদের সামনে রেখে একটি অংগ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করতে পারেন! এটি একটি যুগান্তকারী ও প্রসংসানীয়  পদক্ষেপ।

অবিশ্বাস্য হলেও সত্যি গত ১৯ জানুয়ারি  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫ তম জম্মদিনে চট্টগ্রাম মহানগর জাসাসের নেতাকর্মীদের চোখেমুখে যেন ঈদের খুশি ঢেলে দিলেন এই দুঃসাহসিক ঘোষনা দিয়ে।
জাসাস জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ডঃ মামুন আহমেদ, সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার প্রাপ্ত নায়ক হেলাল খান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, জাকির হোসেন রোকন। ঢাকা থেকে চট্টগ্রাম এসে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী,
জননেতা ডাঃ শাহাদাত হোসেন এর গণসংযোগ শেষে কাজির দেউড়ি বিএনপি কার্য্যালয়ে চট্টগ্রাম মহানগর জাসাসের ১১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন। সদ্য ঘোষিত জাসাস এর নবনির্বাচিত  নেতৃবৃন্দরা বলেন আপনাদের এই ঘোষণা চট্টগ্রাম মহানগর জাসাসের ইতিহাসে আর প্রতিটি নেতাকর্মীদের হৃদয়ে চির অবিষ্মরণীয় হয়ে থাকবে।

চট্টগ্রাম মহানগরীর প্রতিটি নেতাকর্মীদের পক্ষ থেকে আপনাদের প্রতি অকৃত্রিম ভালবাসা  শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।, সে সাথে  চট্টগ্রাম মহানগর জাসাস নেতৃবৃন্দ বলেন আমরা
কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের  চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিপন, সাংগঠনিক সম্পাদক আবুু কালাম  সহ যারা এই ইতিহাস সৃষ্টির পেছনে অক্লান্ত শ্রমের সাক্ষী হয়ে থাকবেে।তাদের  সাাথে নিিয়েই আগামীর পথ চলা,
সদ্যঘোষিত চট্টগ্রাম মহানগর জাসাসের ১১১ সদস্য বিশিষ্ট  পূর্ণাংগ কমিটির , বাকিরা হলেন নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট নাট্যঅভিনেতা দোস্ত মোহাম্মদ ও ১ম সহসভাপতি,খন্দকার সাইফুল ইসলাম,
সহসভাপতিঃ- শেখ জামিল হোসেন, সৈয়দ জিয়া উদ্দীন, ফজলুল হক মাসুদ, গোলাম মোস্তফা, কাজী জাহাঙ্গীর, মহিউদ্দিন মহিন, মোহাম্মদ সেলিম ইকবাল, ফদিদুল আলম মিল্লাত, রূহি মোস্তফা, তবারক আলী বাবুল, জহিরুল ইসলাম, আব্দুল খালেদ, শফিউল আলম, মিনহাজ উদ্দীন সানি, লায়ন আব্দুল মান্নান ভুঁইয়া, আমিনুল ইসলাম,,–মোঃ রফিকুল হক চৌধুরী, আমান উদ্দীন ঝরা, ও মেহেদী হাসান।

যুগ্ন সাধারণ সম্পাদক ঃ- জাহেদ কাইছার, নাজিম উদ্দীন, আরাফাত হোসেন অরেঞ্জ, শেখ আফজাল হোসেন।
সহ সাধারণ সম্পাদক ঃ- আব্দুল হান্নান শিবলি, মোঃ আবুল হাশেম, মোঃ হারুনুর রশীদ, জাহাংগীর আলম, কামরুজ্জামান তারেক, নাহিদা জামান রিতু, সাদ্দাম হোসেন সাজ্জাদ, মোঃ আজাদ, রুবেল বড়ুয়া, মাহবুব ইসলাম ও বেলাল আহমেদ।

সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ শরিফ, দপ্তর সম্পাদক (যুগ্ন সম্পাদকের মর্যাদায়), মহিউদ্দিন জুয়েল, সহ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান তিতাস ও প্রচার সম্পাদক এস এম তারেক।।
সহ প্রচার সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক নাহিদা আলম, সহ অর্থ সম্পাদক নিগার সোহা, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম ও সহ ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন। ভান্ডারী, সহ লোকজ ও সাংস্কৃতিক সম্পাদক সালমান রাজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, ম্যাজিসিয়ান মাইনুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাকির হোসেন টিটু, সহ মানবাধিকার সম্পাদক মিনহাজ উদ্দীন সানি, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ইসরাত জাহান উর্মি ও সহ সমাজ কুল্যান সম্পাদক গাজী রুপা,। সাহিত্য বিষয়ক সম্পাদক কবি সৈয়দ সাদী, সহ সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসেন শিবলী, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক রাজ সাগর, সহ চলচ্চিত্র সম্পাদক জেরিন আক্তার সানজু, সংগীত বিষয়ক সম্পাদক উত্তম কুমার বড়ুয়া, সহ সংগীত বিষয়ক সম্পাদক মোঃ জাহেদ, ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল বারি আইরিশ ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল আলম খান প্রমুখ। এসময় নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী জনাব আলহাজ্ব আব্দুল মান্নান সাহেব বলেন আমরা   আগামী তে চট্টগ্রাম মহানগর জাসাস কে গতিশীল করতে  জাসাস এর  অন্যান নেতা কর্মী ও সদস্যদের নিয়ে ওয়াার্ড বৃত্তিক কমিটি করে ত্যাগীনেতা কর্মী দের সমপৃক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন  তিনি বলেন দলের প্রতি আস্থা রাখলে ধারাবাহিক ভাবে দল সবাইকে মুল্যায়ন করবে তার জন্য  সবাই  কে শ্রম সময় সবই যার সাধ্যমত সহযোগিতার হাত বাড়াতে হবে গনতন্ত্র পূর্ণ উদ্বার করতে হবে  দেশ নেত্রী কে মুক্ত  হবেে আমাদের আগাাামীর রাস্ট্র নায়ক তারণ্যের অহংকার তারেক রহমান সাহেব কে দেশে ফিরিয়ে আনতে হবে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে , তিনি  কেন্্্দ্রী জাসাস এর সভাপতি জনাব ডঃ মামুন আহমেদ, সাধারন সম্পাদক জনাব হেলাল খানঁ  সিনিয়র যূূূগ্ন  সাধারণ সম্পাদক  জাকির হোসেন রোকন কে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ধন্যবাদ জানিয়ে তিিনি বলেন আপনাদের চট্টগ্রাম আগমনে  জাসাস নেতাকর্মীদের মনে উৎফুল্লতা আর কৃতজ্ঞতায় সবাাই  আবেগ আপ্লুত।

জাসাস জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ডঃ মামুন আহমেদ,  বি এনপির  মনোনিত মেয়র  প্রার্থী জননেতা  ডাঃ সাহদাৎ সাহেব এর বিকল্প নাই  তিন তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে ধানের শীষ কে বিজয় করতে হবে  তিনি আরও বলেন যেই কোন সময় আমার জাসাস এর নেতা কর্মীরা সদা প্রস্তুত দলের স্বার্থে কাজ করে যাওয়ার জন্য  তিনি চট্টগ্রাম মহানগর জাসাস এর নেতৃবৃন্দের ডাঃ সাহদাৎ সাহেব এর পাশে থাকার নিদর্শনা দেন। । সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার প্রাপ্ত নায়ক হেলাল খান,বলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর নির্বাচন প্রতিদন্দি প্রার্থীদের মধ্যে সবার সেরা ডাঃ সাহদাৎ সাহেব তিনি বলেন সুষ্ঠ ভোট হলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ

সূত্র বিডি সংবাদ একাত্তর

 

ব্রেকিং নিউজ :
Shares