চট্টগ্রাম নগরীর খুলশি থানার পাশে রেলওয়ের ভুমি দখল করে ভুমিদস্যুচক্রের মার্কেট নির্মা (পর্ব – ১) –


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০১৯, ০৭:০১ / ২৬২
চট্টগ্রাম নগরীর খুলশি থানার পাশে রেলওয়ের  ভুমি দখল করে ভুমিদস্যুচক্রের মার্কেট নির্মা (পর্ব – ১) –

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর খুলশি থানাধীন বিজিএমইএ ভবন এবং হলিক্রিসেন্ট হাসপাতালের পাশে রেলওয়ের ভুমিতে থানা প্রশাসনের কিছু অসাধু পুলিশ, স্থাণীয় কাউন্সিলর, ও রেলওয়ের এক কর্মকর্তা সহ প্রভাবশালী সেন্ডিকেটের মাধ্যমে বিশাল মার্কেট নির্মাণ করে ভুমি দখল বানিজ্যের সরেজমিনে প্রমান পাওয়া গেছে। বর্তমান সরকারের মাননীয় ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ অবৈধ দখলদার থেকে সরকারি ভুমি উদ্ধারের জন্য উচ্ছেদ অভিযান শুরু করেছেন। ইতোমধ্যে কর্ণফুলি নদী পাড়ের অনেক সরকারি ভুমি অবৈধ দখলদার থেকে উদ্ধার করেছেন। মানণীয় মন্ত্রী বলেছেন অবৈধ দখলদারদের কোন ছাড় দেয়া হবে না, দখলকৃত সরকারি ভুমি উদ্ধার করা হবেই। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ও এ ব্যাপারে অনড়।
অন্যদিকে চট্টগ্রামের খুলশি থানাধীন এলাকায় রেলওয়ের ভুমি দখলের চলছে হরিলুট। জানাযায় স্থাণীয় কাউন্সিলর, রেলওয়েতে চাকরিজীবি লোক, এবং থানা প্রশাসনের ক্ষতিপয় পুলিশসহ স্থাণীয় প্রভাবশালিদের সেন্ডিকেটে চট্টগ্রামের খুলশি থানাধীন রেলওয়ের ভুমি দখলের উৎসবে মেতে উঠেছে প্রভাবশালী ভুমিদস্যু চক্রটি। সরেজমিনে তদন্ত সাপেক্ষে জানাযায় বিজিএমইএ ভবন এবং হলিক্রিসেন্ট হাসপাতালের পাশে রেলওয়ের জায়গায় ২৫টির মতো দোকান ঘর মার্কেট আকারে তৈরি করে ৬/৭ লক্ষ টাকা সেলামীতে বিক্রি করছে উল্লেখিত ভুমিদস্যু চক্রটি। এব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে এর বিভাগীয় ভুসম্পত্বি কর্মকর্তা কিসিঞ্জার চাকমা মহোদয়ের কাছে সরাসরি যোগাযোগ করলে তিনি দৈনিক বাংলাদেশ সমাচারকে বলেন রেল এর চট্টগ্রাম অঞ্চলে আমি যোগদানের পর অবৈধ দখলদারদের নিকট থেকে প্রায় ৭০০ একর রেলওয়ের ভুমি উদ্ধার করা হয়েছে। কিছু রেলওয়ের ভুমি আদালতে বিচারাধীন রয়েছে। রেলওয়ের ভুমি উদ্ধারে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে এবং থাকবে। তবে উপযুক্ত জনবল সংকটের কারণে সঠিক তথ্য সঠিক সময়ে পাননা বলে জানান এই রেল কর্মকর্তা মহোদয়। চট্টগ্রাম নগরীর খুলশি থানাধীন বিজিএমইএ ভবন এবং হলিক্রিসেন্ট হাসপাতালের পাশে রেলওয়ের জায়গায় নির্মিত মার্কেটটিও উচ্ছেদের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিন

ব্রেকিং নিউজ :
Shares