চট্টগ্রাম এ হাসপাতাল চাই। কিন্তু শতবর্ষী বৃক্ষ প্রকৃতি আর ঐতিহ্য কে ধংস করে নয়,


rafiq প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২১, ১৮:১৮ / ২৫২
চট্টগ্রাম এ হাসপাতাল চাই। কিন্তু শতবর্ষী বৃক্ষ প্রকৃতি আর ঐতিহ্য কে ধংস করে নয়,

চট্টগ্রাম এ হাসপাতাল চাই। কিন্তু শতবর্ষী বৃক্ষ প্রকৃতি  আর ঐতিহ্য কে ধংস করে নয়,

সি আর,বি,তে ৫’শ সজ্জার বেসরকারি হাসপাতাল স্থাপনের প্রতি বাদে মানব বন্ধন করেছে।
পরিবেশ ও মানবাধিকার সংস্থা( পমা)
গ্রীন এলাইয়েন্স বাংলাদেশ,
বানিগ্রাম ইয়ুথ মুভমেন্ট,নবযুগ মা,দুর্গা ফাউন্ডেশন,
ও আমরা চট্টগ্রাম বাসী,

পরিবেশবাদী নেতা, মাহফুজ হক চৌধুরী সাংবাদিক আফসার আহমেদ,আবুল কালাম, নাজিমুদ্দিন, নাহীদা আলম ও উর্মি  বিডি সংবাদ ৭১ সম্পাদক রফিক চৌধুরী  সংবাদ কর্মি  ও বাইজিদ টিভির অনার বাইজিদ খন্দকার সহ নানা শ্রেণির নাগরিক ফোরাম।এর নেতৃবৃন্দ,

এই সময় সবাই এক বাক্যে এখানে হাসাপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানান তারা বলেন এটা চট্টগ্রাম এর অক্সিজেন এটা ধংস করা মানি চট্টগ্রাম কে ধংস করে দেওয়া তাছাড়া সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে এই ধরনের স্হাপন বিনশ্ঠ করা যাবে না এটা যদি হয় তাহলে চট্টগ্রাম এর সকল শ্রেনির নেতৃবৃন্দের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, সূত্র বিডি সংবাদ ৭১,

ব্রেকিং নিউজ :
Shares