চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০১৯, ০৭:৩০ / ২২৬
চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।

বিশেষ সংবাদ দাতা  চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।

বৃহস্পতিবার বলী খেলার ১১০তম আসরে কক্সবাজারের চকরিয়ার তারেকুল ইসলাম জীবন হারিয়ে প্রথম শিরোপা জেতেন তিনি।

প্রায় ২৬ মিনিটের এ খেলায় জীবন পরাজিত করতে পারেনি শাহজালালকে।

নগরীর লালদীঘি ময়দানে বিকালে বলী খেলা দেখতে হাজারো দর্শক জড়ো হয়েছিল। কানায় কানায় পূর্ণ মাঠের আশে পাশের বিভিন্ন ভবনের ছাদে উঠেও মানুষ দেখে ঐতিহ্যবাহী এ বলী খেলা।

এর আগে বিকেল চারটায় বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

টেলিফোনে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বলি খেলার স্পন্সর গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যান্ড ডেপুটি সিইও ইয়াসির আজমান।

ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। পরে আব্দুল জব্বারের বলীখেলা নামে পরিচিত হয়, যার জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে।

বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখে লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত হয় এই খেলা, খেলার আগের দিন থেকে শুরু করে পরদিন পর্যন্ত তিনদিন ধরে লালদিঘীর মাঠ ও আশেপাশের কয়েক কিলোমিটার জায়গাজুড়ে বসে বৈশাখী মেলা।

বলীখেলার ১১০ তম আসরকে সামনে রেখে এর মধ্যেই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দোকানিরা।

ব্রেকিং নিউজ :
Shares