কুলাউড়ায় ৪০ দিনের কর্মসূচিতে অনিয়ম, মধ্য হাসিমপুর রাস্তার বেহাল দশা।


rafiq প্রকাশের সময় : মে ২৭, ২০২০, ১৯:০১ / ২৬৭
কুলাউড়ায় ৪০ দিনের কর্মসূচিতে অনিয়ম, মধ্য হাসিমপুর রাস্তার বেহাল দশা।

কুলাউড়ায় ৪০ দিনের কর্মসূচিতে অনিয়ম, মধ্য হাসিমপুর রাস্তার বেহাল দশা

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কর্মসূচিতে কাজ করে অনেক দরিদ্র ব্যক্তিই টাকা পাননি । অল্প কয়েকজন টাকা পেলেও পুরো টাকা পাননি । বেশির ভাগ টাকাই ভুয়া ব্যক্তিকে উপকারভোগী সাজিয়ে আত্মসাৎ করা হয়েছে । দরিদ্রদের দিয়ে কাজ করানোর কথা থাকলেও স্থানীয় এলাকার একজন ঠিকাদারকে দিয়ে নিম্নমানের কাজ করানো হয়েছে । মধ্য হাসিমপুর মসজিদের সামনে থেকে লক্ষিপুর ফাইনাই ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা । গত জানুয়ারি মাসে ৬ লক্ষ টাকার ৪০ দিনের কর্মসূচিতে পুর্ব হাসিমপুর ফানাই নদীর ব্রিজ থেকে মধ্য হাসিমপুর মসজিদ পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের কথা থাকলে কর্মধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পুর্ব হাসিমপুর অজয় দেবের বাড়ি পর্যন্ত অর্ধেক কাজ করে ৪০ দিনের কর্মসূচি বন্ধ হয়েযায় । মধ্য হাসিমপুর মসজিদ পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পুর্ন হয়নি । মধ্যে হাসিমপুরের জনমতের বৃত্তিতে জানাযায় কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান ও প্রজেক্টের চেয়ারম্যান সহ রাস্তার কাজ সম্পুর্ন না করে ৪০ দিনের কর্মসূচির ৬ লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তলন করেন । এমতাবস্থায় গতমাসে তড়িঘড়ি করে বর্ষাকালে রাস্তার পাশে জমিতে পানি ছিলো, জমিতে পানি থাকাবস্থায় কাদামাটি তুলে রাস্তা ভরাটের নামে ৪০ দিনের কর্মসূচি সম্পুর্ন করেন । জমিথেকে কাদামাটি রাস্তার উপরে ভরাট করায় চলাচল করতে পারছে না প্রায় ৪/৫ গ্রামের মানুষ । এলাকাবাসী জানান অসময়ে ও বর্ষামৌসুমে রাস্তায় এখন কাদামাটি ভরাট করায় রাস্তার বেহাল দশা হয়েছে , যেতে পারছে না বাজার হাটে । এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে । এ রাস্তার সাথে সংযোগ রয়েছে প্রায় ১০/১২ টা গ্রাম ও বাজার । লক্ষিপুর থেকে পুর্ব হাসিমপুর হয়ে মধ্য হাসিমপুর রবির বাজার, রাংগিছড়া বাজার হইতে মধ্য হাসিমপুর আমজুপ, মধ্য হাসিমপুর হইতে লক্ষিপুর হয়ে কুলাউড়া। বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসা, মধ্য হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাংগিছড়া বাজার,পুর্ব হাসিমপুর, কবিরাজী গ্রাম,গুতুম পুর, গুতগুতি গ্রাম, পুরশাই, পাল গাও , খান্দি গাও , ভাট গাও ,বেরী গাও ও পুরশাই সহ আরো অনেক গ্রাম এ রাস্তার সাথে সংযোগ রয়েছে । এলাকাবাসীর দাবি এই রাস্তা পাকা করন হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা হবে ।

ব্রেকিং নিউজ :
Shares