কারা রক্ষক বজলুর রশীদ গ্রেফতার হয়ে এখন কারাগারে,


rafiq প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০১৯, ০৬:৪০ / ২৯৭
কারা রক্ষক  বজলুর রশীদ গ্রেফতার হয়ে এখন কারাগারে,

স্টাফ রিপোর্টার   বিডি সংবাদ একাত্তর, জিজ্ঞাসাবাদের কথা বলে ডেকে এনে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। বজলুর রশীত এবং তার স্ত্রী রাজ্জাকুন্নাহারের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন এবং ঘুষের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক টিম।
অনুসন্ধান প্রক্রিয়ায় গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন সংস্থার পরিচালক মুহাম্মদ ইউসুফ হোসেন। সকাল সাড়ে ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এতে টিমের অপর দুই সদস্য উপ-পরিচালক মো. নাসিরউদ্দিন এবং সালাহউদ্দিন আহমেদও অংশ নেন। অভিযোগমতে, বিপুল অংকের ঘুষের টাকা স্থানান্তর করতে ডিআইজি প্রিজন (হেডকোয়ার্টার্স) বজলুর রশীদ অভিনব পন্থা বেছে নেন।এক্ষেত্রে কুরিয়ার সার্ভিসকে কাজে লাগান তিনি। স্ত্রী রাজ্জাকুন নাহারের নামে ২০১৭ সাল থেকেই মোবাইল নম্বরের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। বিভিন্ন তারিখে তিনি ৫০ হাজার থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত পাঠান। এভাবে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হন। দুদকের অনুসন্ধানে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা করে। মামলায় অর্থ পাচার আইনের সংশ্লিষ্ট ধারাও যুক্ত করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন

ব্রেকিং নিউজ :
Shares