শরীয়তপুরের সখিপুর থানা কাঁচিকাটা ইউনিয়নে সন্ত্রাসী হামলা।


rafiq প্রকাশের সময় : মে ২৪, ২০২০, ০৩:০৬ / ৩৭০
শরীয়তপুরের সখিপুর থানা কাঁচিকাটা ইউনিয়নে সন্ত্রাসী হামলা।

শরীয়তপুরের সখিপুর থানা কাঁচিকাটা ইউনিয়নে সন্ত্রাসী হামলা

করোনার ভয়াল পাদুর্ভাবে যখন জনজিবন বিপর্যস্ত মানুষ যখন মানুষের পাশে দাড়িয়েছেন ঠিক তখনই একদল নরপশু একটি অসহায় পরিবারকে মারধর করে ঘরবাড়ি ভেঙ্গে দিয়েছে

বিশেষ সংবাদ বিডি সংবাদ একাত্তর ====== পরিবারটি এখন খোলা আকাশের নিছে মানবেতর জিবন যাপন করছে তার উপরে আবার মরার উপর খড়ার গা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় তাদের জীবনযাপন পিশিয়ে তুলছে এখন এই পরিবারটির মাথাগোঁজার ঠাঁই নেই তাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সখিপুর থানা কাচিকাটা ইউনিয়নে স্থানীয় সূত্রে জানা যায় সালেম মুন্সির সমাজে বসবাস করেন আবু মোল্লার বড়ছেলে ইয়াসিন মোল্লা তার পৈতৃক সম্পত্তিতে নিজের ছেলের জন্য ঘড় তুলতে গেলে তার সৎ ভায়েরা বাধা দেয় এবং হুমকি দেয় তারপর ইয়াছিন মোল্লা এলাকার গন্য মান্য ব্যাক্তিদের জানালে মুরব্বীদের কোন পাত্তা দেয় না হামলাকারীরা। বলে আমরা মুরব্বি মানি না তুই সম্পত্তি পাবি না তখন ইয়াসিন মোল্লা বলে আমার বাবার সম্পত্তি আমার হক আমি একা এই জন্য আমার সাথে জুলুম করবি দেশে আইন নাই তার জবাবে বলে আইন আমাদের হাতে এভাবে চলে যায় দুইমাস ঘটনার দিন সমবার সকালে ইয়াছিন মোল্লার ছেলে ঘর তুলতে গেলে সন্ত্রাসী ইব্রাহিম মোল্লার নেতৃত্বে ইলিয়াস মোল্লা, স্বপন মোল্লা, মিলন মোল্লা, মিস্টার মোল্লা খোকা মোল্লা,হাসান সহ তাদের সাঙ্গপাঙ্গরা লাঠিসোটা নিয়ে যাপিয়ে পড়েন এবং মার ধর ও ভাঙ্গচুর শুরু করেন অসহায় পরিবারটি স্থনিয় মুরব্বিদের কাছে গেলে মুরব্বিরা আসতে আসতে তাদের মারধর করে এবং বাড়ীঘর ভাঙ্গচুর করে চলে যায়। উপায় না পেয়ে ভিকটিম সখিপুর থানায় চলে যান মামলা দায়ের করার জন্য সখিপুর থানার ইনচার্জ এস আই সবুর আলী তদন্ত করার জন্য মঙ্গলবার ঘটনাস্থলে যাওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারনে যেতে পারেন নাই বলে জানিয়েছেন মামলার বাদী ইয়াছিন মোল্লা এস আইকে ফোন দিলে বলেন আবহাওয়া ভালো হলে যাবেন। এদিকে অসহায় পরিবারটি আরো অসহায় হয়ে পড়েছেন ঘুর্ণিঝড় আম্ফানের কারনে তাদের মাথা গোঁজার ঠাই নেই পরিবারটি দাবি করেন সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিভিন্ন হুমকি দমকিতে ভীতসন্ত্রস্ত আছেন তারা দাবি করেন আমরা ন্যায় বিচার চাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিবেন

ব্রেকিং নিউজ :
Shares