মাহে রমজানে ওমরাহ ও নামাজ সাধারণের জন্য সীমিত থাকবে পবিত্র হেরাম শরিফ ও মসজিদে নববীতে।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২০, ০৬:০৭ / ২৭৯
মাহে রমজানে ওমরাহ ও নামাজ সাধারণের জন্য সীমিত থাকবে পবিত্র হেরাম শরিফ ও মসজিদে নববীতে।

রফিক চৌধুরী সৌদিআরব প্রতিনিধি======   ওমরাহ ও নামাজ  সাধারণের জন্য সীমিত থাকবে পবিত্র হেরাম শরিফ ও মসজিদে নববীতে

স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক জনস্বার্থে পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে সর্ব সাধারণের জন্য তারাবীহসহ ৫ ওয়াক্ত নামাজের উপস্থিতি বন্ধ থাকবে মর্মে এক বিশেষ সূত্রে জানায়েছেন হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আব্দুর রহমান আস সুদাইস। তিনি আরো জানিয়েছেন যে এসময়ে তারাবীহ ও তাহাজ্জুদের নামাজ সংক্ষিপ্ত  আকারে ৫ সালামে (দশ রাকাত) আদায় করা হবে।
এ রমজানে হারামাইনে ইতিহকাফ ও চিরাচরিত ইফতার প্রোগ্রাম বন্ধ থাকবে মর্মে বিশেষ বার্তায়   জানানো হয়। হারামাইনের ইফতার উভয় শহরে বিতরণ করা হবে। পাশাপাশি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উমরা বন্ধ থাকবে। উল্লেখ্য মক্কা ও মদীনা উভয় শহরেই বর্তমানে ২৪ ঘন্টার কারফিউ চলমান রয়েছে।

 

ব্রেকিং নিউজ :
Shares