ঐতিহাসিক ১৯ দিন ব্যাপি সীরতুন্নবী (সঃ) মাহফিল এর অষ্টাদশ দিবসে বিশেষ সংকলন “মাসিক আলোর পথে”এর মোড়ক উন্মোচন


rafiq প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২১, ২০:২৬ / ২০৭
ঐতিহাসিক ১৯ দিন ব্যাপি সীরতুন্নবী (সঃ) মাহফিল এর অষ্টাদশ দিবসে বিশেষ সংকলন “মাসিক আলোর পথে”এর মোড়ক উন্মোচন

রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর ঃ-ঐতিহাসিক ১৯ দিন ব্যাপি সীরতুন্নবী (সঃ) মাহফিল এর অষ্টাদশ দিবসে বিশেষ সংকলন “মাসিক আলোর পথে” নভেম্বর ২০২১ এর মোড়ক উন্মোচন।

flashmul

এবং শায়খ আহমদুল্লাহ এর প্রত্যক্ষ বয়ান শুনতে উন্মুখ মানুষের ঢল ঐতিহাসিক সীরত ময়দানে ।
৫১ তম মাহফিলে সীরতুন্নবী (সঃ) চুনতী এর অষ্টাদশ দিবসে বাদ আসর চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোসাইন এর সঞ্চালনায় অধিবেশনের শুরুতে বিশেষ সীরত সংকলন ” আলোর পথে ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শাহ সাহেব কেবলার দৌহিত্র আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, তৈয়বুল হক বেদার, আসমা উল্লাহ ইমরাত, ঈমাম বায়হাক্কি, অধিবেশন সভাপতি সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, আইআইইউসি সাবেক প্রোভিসি প্রফেসর ডঃ আবু বকর রফিক আহমদ, প্রখ্যাত ইসলামী গবেষক ডঃ মাওলানা ঈসা শাহেদী, বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কাজী ফজলুর রহমান, চুনতি সমিতি ঢাকা সভাপতি ও অর্থনীতি বিশেষজ্ঞ আলহাজ্ব আসাদ খান, চট্টগ্রাম কলেজ এর অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, সীরত মাহফিল নির্বাহী কমিটির সদস্য কাজী আরিফুল ইসলাম, যাহেদুর রহমান, সাজ্জাদ খান, মোহাম্মদ নাঈম নিমু এবং আলোর পথে সম্পাদক সংবাদকর্মী সোহেল তাজ । ৪ নভেম্বর ২০২১ মাগরিব নামাজ শেষে অধিবেশনে শাহ সাহেব কেবলার দৌহিত্র আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে ও আলহাজ্ব মাওলানা মোজাফফর আহমদ নদভী’র সভাপতিত্বে বাদ মাগরিব তকরির পেশ করেন আলহাজ্ব মাওলানা আজিজুল হক আল মাদানী ও আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম এবং আন্তর্জাতিকভাবে পরিমন্ডলে প্রিয় বক্তা মুফতি মাওলানা শায়খ আহমদুল্লাহ , তাঁর বিষয়ের সারবস্তু ছিলো ” তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও ” ।
বাদ যোহর বিদায় হজ্বের ভাষণ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনা প্রবাহের তাৎপর্য বিশ্লেষণ করে ওয়ায়েজ ছিলেন আধুনগর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু মুসা খালেদ জমিল এবং কলাউজান রশিদিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা শহিদুল ইসলাম।

ব্রেকিং নিউজ :
Shares