এহসান মানবতায় মুক্তির সোপান’র ঈদে মিলাদুন্নবী (দঃ) সেমিনারে বক্তারা।


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০১৮, ১২:৩৯ / ৩৬৪
এহসান মানবতায় মুক্তির সোপান’র ঈদে মিলাদুন্নবী (দঃ) সেমিনারে বক্তারা।
  • এহসান মানবতায় মুক্তির সোপান’র ঈদে মিলাদুন্নবী (দঃ) সেমিনারে বক্তারা
    ——————–_————–
    রিপোর্ট হাজী জসীমউদ্দীন বিড়ি সংবাদ ৭১—

সমাজে মানবতা প্রতিষ্ঠায় কাজ করা, ঈদে মিলাদুন্নবী (দঃ)’র অন্যতম শিক্ষা।

০৭/১২/২০১৮ইং,রোজ শুক্রবার,বিকাল ৪:০০ টায় নগরীর সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাকলিয়া গ্রামার স্কুলের অডিটোরিয়ামে
এহসান মানবতায় মুক্তির সোপান’র আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দঃ) সেমিনার অনুষ্টিত হয়,

সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হাসান আরিফ’র পরিচালয়,

ও অত্র সংগঠনের সভাপতি মুহাম্মদ জাবেদ ইকবাল’র সভাপতিত্বে

সেমিনারের উদ্ভোদক ছিলেন-বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা’র অফিসার জনাব মুহাম্মদ কামরুল হাসান,

প্রধান অথিতি ছিলেন- এহসান (মানবতা মুক্তির সোপান)’র মাননীয় প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগি মাওলানা সোলাইমান আলী রজভী (ম জি য়া),

বিশেষ অথিতি ছিলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক রাঙ্গুনিয়া শাখার অফিসার,মুহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী,

চট্টগ্রাম ট্যালেন্ট পাবলিক স্কুলের কো-অর্ডিনেটর, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মুহাম্মদ নজরুল ইসলাম,

অত্র সংগঠনের সভাপতি মন্ডলির সদস্য ফরহান মুহাম্মদ সারফরাজ রেজা,

ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইসতিয়াক রায়হান রেজা তৌসিফি,

প্রধান বক্তা ছিলেন বাকলিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষ এইচ এম মোজাম্মেল হক চৌধুরী,

বিশেষ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন-
বাকলিয়া গ্রামার স্কুলের উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল আসরাফি,
ফরহাদ হোসেন বাবু,

আমন্ত্রিত অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ মাসজিদে গাউছুল আজম ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ জামশেদ হোসাইন,

৭১’বাংলা সামাজিক সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহী ইমরান রাজু,

অত্র সংগঠনের সভাপতি মন্ডলির সদস্য শায়ের হাফেজ মুহাম্মদ আমিনুল ইসলাম,

এবং সংগঠনের সম্পাদক ও সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ইব্রাহিম,মুরশেদ,বাপ্পী,
মহিম,আরিফুল হক,মাহিন,জিলানি,শহিদ,
কালাম,ওমর,আনিস,জাহেদ,এরফান,নাঈম,
রাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ব্রেকিং নিউজ :
Shares