এক প্রতারকের বিরুদ্ধে সিটিজি ক্রাইমটিভির চীফরিপোর্টারের অভিযোগ দায়েরঃ-


rafiq প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০১৯, ০৫:৫১ / ২৬৩
এক প্রতারকের বিরুদ্ধে সিটিজি ক্রাইমটিভির চীফরিপোর্টারের অভিযোগ দায়েরঃ-

নিজস্ব প্রতিবেদক 
পূর্ব পরিচয়ের সূত্র ধরে ব্যবসায়িক কারনে বিগত ২৮/০৬/২০১৮ ইংরেজি তারিখ সিটিজি ক্রাইম টিভির চীফ রিপোর্টার সাহেদুল ইসলাম সাগরের নিকট হইতে নগদ ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার নেন মাহমুদুন্নবী হেলাল নামক এক প্রতারক।উক্ত মাহমুদুন্নবী হেলাল ফিসারীঘাটস্থ নবী এন্ড সন্স নামীয় তেলের দোকানদার।টাকা ধার নেওয়ার সময় ৩০০ টাকার ননজুড়িশিয়াল ষ্টাম্পে বিগত ১০/০২/২০১৯ ইংরেজি তারিখের মধ্যে উক্ত ৪,৫০,০০০/-(চার পঞ্চাশ হাজার) টাকা ফেরত প্রদান করবেন মর্মে অঙ্গীকার প্রদান করেন।টাকা ফেরত দানের সময়কাল অতিবাহিত হলেও উক্ত প্রতারক মাহমুদুন্নবী হেলালের টাকা প্রদানের কোন মনোভাব দেখতে না পেয়ে শেষতক উক্ত মাহমুদুন্নবী হেলালের কাছে পাওনা টাকার জন্য ফোন করিলে প্রতারক মাহমুদুন্নবী হেলাল অদ্য কল্য করিয়া সময় ক্ষেপন করিতে থাকেন।সর্বশেষ বিগত ২৩/০৩/২০১৯ ইংরেজি রাত ৯.০০ ঘটিকার সময় উক্ত প্রতারক মাহমুদুন্নবী হেলালের দোকানে গিয়ে পাওনা টাকা ফেরত চাহিলে উক্ত প্রতারক উল্টো চীফ রিপোর্টার সাহেদুল ইসলাম সাগরের সাথে অশোভনমুলক আচরন করেন এবং উল্টো পূনরায় টাকা চাইতে আসিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।এমতাবস্থায় সিটিজি ক্রাইম টিভির চীফ রিপোর্টার সাহেদুল ইসলাম সাগর বাধ্য হয়ে বিগত ২৭/০৩/২০১৯ ইংরেজি স্থানীয় কোতোয়ালি থানায় উক্ত প্রতারক মাহমুদুন্নবী হেলালের বিরুদ্ধে পাওনা ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও হুমকির ব্যাপারে অভিযোগ দায়ের করিলে স্থানীয় কোতোয়ালি থানার অফিসার্স ইন চার্য অভিযোগটি গ্রহন করে উপ পরিদর্শক নজরুল ইসলামকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।

ব্রেকিং নিউজ :
Shares