একটা অদৃশ্য শক্তির কাছে‘আমরা হার মানব না,প্রধানমন্ত্রী


rafiq প্রকাশের সময় : জুন ১৬, ২০২০, ০২:১৮ / ৩০৮
একটা অদৃশ্য শক্তির কাছে‘আমরা হার মানব না,প্রধানমন্ত্রী

একটা অদৃশ্য শক্তির কাছে,‘আমরা হার মানব না, প্রধানমন্ত্রী

বিডি সংবাদ একাত্তর ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি জনগণকে আস্থা ও বিশ্বাসে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ কোনো কিছুর কাছেই হার মানবে না, এমনকি করোনা ভাইরাসের কাছেও নয়। গতকাল সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘আমি চাই আমাদের মানুষের মধ্যে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস-আস্থাটা ধরে রাখতে হবে।’

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং সর্বশেষ সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহাম্মদ কামরানের মৃত্যুর কথা স্মরণ করে বলেন, ‘একদিকে যেমন আমরা মৃত্যুর খবর পাই অন্যদিকে অন্য কাজও করতে হয়। এটাই আমাদের জীবন।’ অতীতে দুইবার গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়েছিলেন কামরান—সেকথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

যে কোনো পরিস্থিতিতেই প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে এ বিষয়টি নিশ্চিত করার জন্য মহাপরিচালক এসএসএফকে তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রশিক্ষণটা অব্যাহত রাখতে হবে। কারণ, নিজেকে সুরক্ষিত করতে হলে অথবা ভিআইপিদের সুরক্ষিত রাখতে হলে প্রশিক্ষণ অব্যাহত রাখাটা সবসময় জরুরি, সেজন্য যা যা করার আমি করে দিয়েছি।’

বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে বৈরী পরিবেশে দেশে ফিরে আসার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সেই পরিবেশে বাংলাদেশে যখন ফিরেছি, তখন তো আমার কিছুই ছিল না। বাস-রিকশা-ভ্যানে চড়েছি, নৌকায় চড়েছি, সারা বাংলাদেশ ঘুরেছি। একটাই কারণ। এদেশের জন্য আমাকে কিছু করতে হবে। আমার বাবা যে কাজটা সম্পূর্ণ করতে পারেননি, সেটা আমাকে সম্পন্ন করতে হবে। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের কাছে, তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সুযোগ দিয়েছে তাদের সেবা করার। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে গিয়ে প্রতি পদে পদে বাধার মুখে পড়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাধা অতিক্রম করেই চলতে হয়েছে, এটা খুব স্বাভাবিক। এর জন্য জীবনের ঝুঁকিও নিতে হয়।’

এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ এবং কল্যাণ তহবিলের জন্য সব এসএসএফ সদস্যের পক্ষ থেকে তাদের এক দিনের বেতনের সমপরিমাণ ১ কোটি টাকার একটি চেক প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে পিএমও সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া চেকটি গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা হার মানব না, মৃত্যু তো হবেই, মৃত্যু যে কোনো সময় যে কোনো কারণে হতে পারে। কিন্তু তার জন্য ভীত হয়ে হার মানতে হবে? এ ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটাতো হতে পারে না। সেজন্য আমাদেরও সেভাবে প্রচেষ্টা চালাতে হবে।’ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা আছে, সেগুলো মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। কারণ নিজেকে সুরক্ষিত রাখা মানেই অপরকেও সুরক্ষিত রাখা। সেটাও মাথায় রাখতে হবে, সেটা যেন সবাই করেন।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এসএসএফ সদস্যদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তোমরা যেমন আমার নিরাপত্তার জন্য চিন্তা করো, আমিও ঠিক তোমাদের নিরাপত্তার জন্য সবসময় চিন্তা করি। তোমরা যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করো তাতে তোমাদের কর্মদক্ষতায় সবাই মুগ্ধ। তোমরা সুরক্ষিত থাক, সেটাই আমি চাই। কারণ তোমাদের জীবনের মূল্যটা অনেক বেশি, তোমাদের ভবিষ্যত্ সামনে পড়ে রয়েছে।

ব্রেকিং নিউজ :
Shares