উজিরপুরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০১৯, ২৩:৩৫ / ২৪১
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে বরিশাল- বানাড়িপারা সড়কের মটরসাইকেল আলফা (মাহেন্দ্র) মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের গাবতলা নামক স্থানে ওই দূর্ঘটনায় ঘটে । দূর্ঘটনার পরে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে । স্থানীয় সুত্রে জানাগেছে বানাড়িপারা উপজেলার চাখার ইউনিয়নের মাদারকাঠী গ্রামের শেখ আঃ আজিজের পুত্র অবঃসেনা সদস্য তাজুল ইসলাম(৫২) নিজ মটরসাইকেল চালিয়ে বরিশালের উদ্দেশ্যে যাবার সময় উক্ত স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আলফা (মাহেন্দ্র) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন । স্থানীয়রা তাজুলকে উদ্ধার করে বানাড়িপারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় উত্তেজিত জনতা বানাড়িপারা -বরিশাল সড়কে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে এতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে । খবর পেয়ে হাইওয়ে পুলিশের কর্তব্যরত সার্জেন্ট আসাদ , উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল,গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য একই স্থানে কয়েক মাস আগে  ৬ বছরের স্কুল শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছেন

ব্রেকিং নিউজ :
Shares