ইতালীর ভেনিসে সদ্য পাশ করা ডাক্তারদের শপথ গ্রহণ ।


rafiq প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০১৯, ১৯:৩৮ / ৩০৫
ইতালীর ভেনিসে সদ্য পাশ করা ডাক্তারদের শপথ গ্রহণ ।

ইতালীর ভেনিসে সদ্য পাশ করা ডাক্তারদের শপথ গ্রহণ ।

জাকির হোসেন ইতালি থেকে  ইতালীর ভেনিসে সম্প্রতি হয়ে গেলো সদ্য পাশ করা নতুন ডাক্তার দের শপথ গ্রহণ অনুষ্ঠান । ভেনিসের রিয়ালতো তে একটি হলরুমে জাকজমক এ অনুষ্ঠান টি শুরু করা হয় বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় । সাংবাদিক এভা ক্রজেওা র উপস্থাপনায় সদ্য পাশ করা ডাক্তারদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ৫০ বছর ডাক্তারী পেশায় বিভিন্ন অবদান রাখার জন্য ২৭ জন অবসর প্রাপ্ত ডাক্তার কে সম্মাননা দেয়া হয় । শপথ গ্রহণ অনুষ্ঠানে ভেনিসে এম বি বি এস ডাক্তার হিসেবে বাংলাদেশী বাংশোদ্ভূত ভেনিসে বসবাসরত শরীয়তপুর জেলার সুলতান মিয়া ও রওশনা বেগম এর বড় ছেলে ডা : রাসেল মিয়া মানব সেবার লক্ষ্যে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক রেনছো বানজাতো র পরিচালনায় সঙ্গীত শিল্পী এরিকা জুলিকা বেনাতো সঙ্গীত পরিবেশন করেন । এ সময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডাক্তার জোভান্নি লেওনি প্রসিডেন্ট মেডিসিন এসোসিয়েশন ভেনিস , ডাক্তার জুলিয়ানো নিকোলিন , সিমনে ভেনতুরানি কাউন্সিলর ভেনিস সিটি করপোরেশন সামাজিক নিতি মূলল্যায়ন কারী , ডাক্তার রবেরতো মানাকো সাধারন সম্পাদক মেডিকেল এসোসিয়েশন ইতালী , ডাক্তার আলবেরতো অলিভেতি , ডাক্তার জোসেপ্পে দাল বেইন পরিচালক উইল্স ৩ মেসএে ভেনিস , ডাক্তার কারলো ব্রামেচ্ছা পরিচালক উইল্স ৪ ভেনিস । অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দর মধ্যে উপস্হিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব ও ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , রফিক ছৈয়াল , সোহেলা আক্তার বিপ্লবী , ডাক্তার রাসেলের বাবা , মা সুলতান মিয়া , রওশনা বেগম , ও ছোট দুই ভাই রিফাত মিয়া , রুবেল মিয়া । শপথ গ্রহণ শেষে ডাক্তার রাসেল মিয়া জানান , ইতালীতে সেবাদানের পাশাপাশি বাংলাদেশের দরিদ্র রোগীদের সেবাদেয়া হবে তার মূল লক্ষ্য ।

ব্রেকিং নিউজ :
Shares