আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে: মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব।


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০১৯, ১২:৩১ / ৩০৩
আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে: মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব।

রফিক চৌধুরী —————-

চট্টগ্রাম  জিরি, আল জামেয়াতুল  আরাবিয়াতুল ইসলামীয়া   মাদরাসার মুহতামিম ও মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহ.এর বিশিষ্ট খলিফা মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব বলেছেন, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। ইসলাম হচ্ছে পরশ পাথর। যারাই একবার ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে, তাঁরাই সোনার মানুষে পরিণত হয়ে যায়।

শুক্রবার (১ফেব্রুয়ারি) চট্টগ্রাম পটিয়া হরিণখাইন তা’লীমুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তৃতা প্রদানকালে তিনি এ সব কথা বলেন,

মাওলানা তৈয়্যব আরো বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা পাপাচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে।পাপাচার থেকে দূরে থাকা মুত্তাকী ব্যক্তি আল্লাহর কাছে যেমন সম্মানিত তেমনি দুনিয়ার মানুষের কাছেও সম্মানিত।

মাহফিলের প্রধান আলোচক চট্টগ্রাম জামেয়া বাবুনগর মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মুমিনদের উচিত আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত না করা। সদাসর্বদা আল্লাহর যিকরে (স্মরণ) মশগুল থাকা
এবং যাবতীয় সমস্যায় একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।

মাওলানা মাহবুবুল মান্নানের সঞ্চালনায় ও মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান করেন জামেয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.এর খলিফা মুফতি হাফেজ আহমদ উল্লাহ, জামেয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দীন জিয়া,চট্টগ্রাম জামেয়া দারুল হেদায়ার মুহতামিম মাওলানা আজিজুল হক মাদানী,হেফাজতে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, চট্টগ্রাম জামেয়া মোজাহেরুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল জব্বার, চন্দনাইশ কানাইমাদারী জয়নুল উলুম মাদরাসার সদরে মুহতামিম মাওলানা সিরাজুল হক,শাহমীরপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা নুরুল্লাহ, মাওলানা আবদুল ফাত্তাহ বিন আমিন ঢাকা, রাউজান সওদাগর পাড়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুল মুনাওয়ার,খরণা ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান,চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ,মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা নুর মুহাম্মদও মাওলানা আশেকুর রহমান প্রমুখ।

ব্রেকিং নিউজ :
Shares