আমি একজন ইরাক প্রবাসী-আব্দুল মোতালেব।


rafiq প্রকাশের সময় : জুন ১৭, ২০২০, ০২:১৯ / ৪২৩
আমি একজন ইরাক প্রবাসী-আব্দুল মোতালেব।

বিশেষ সংবাদ দাতা আসাদুল ইসলাম  ইরাক থেকেঃ—————————————-

ইরাক প্রবাসী কল্যাণ সংগঠনের মাধ্যমে এবং আমাদের বাংলাদেশের যে সকল মিডিয়া আছে সবার মাধ্যমে আমার কিছু

বেদনাময়ী এবং ইরাক প্রবাসীরা কত যে দুঃখ দূর্দশায় আছে তাই নিয়ে কিছু কথা

বৈশ্বির্ক এই  মহামারিতে বাংলাদেশ সরকার বিভিন্ন দেশেত রেমিটেন্স যোদ্ধাদের অনেক ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে কিন্তু আমরা অসহায় ইরাক প্রবাসীদের বাংলাদেশ সরকারের মাধ্যে থেকে কিছুই পেলাম না। যতটা পেয়েছি কিন্তু আমরা লকডাউন এর   কারণে গিয়ে আনতে পারি নাই বর্তমানে এই মহামারী পরিস্থিতিতে আমরা ইরাক প্রবাসী যারা আছি সবাই গৃহবন্দী এবং একশোর মধ্যে 70 জন ব্যক্তি কর্মহারা হয়েছেন

কারণ আমরা একশোর মধ্যে এক পার্সেন্ট লোকের কোন বৈধতা নাই আকামা কাগজপত্র কিছু নেই

বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে ইরাক প্রবাসীদের পাশে দাঁড়ান ইরাক প্রবাসীরা দুখে দুখে মরে যাচ্ছে নিজের রুমে অসুস্থ হয়ে পরে আছে হাসপাতলে যেতে পারে না বৈধতা না থাকার কারণে।

চাকরি হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে তার পর আবার পুলিশের সমস্যা এক রাত থাকার মতো জায়গা পাচ্ছে না খুঁজে

অনেক অবৈধ প্রবাসী আছে যাদের পাসপোর্ট নেই ওরা বাংলাদেশ যাওয়ার জন্য আউট পাশের অপেক্ষায় বসে আছে কবে বাংলাদেশ সরকার ওদেরকে আউট পাস দেবে এবং বিশেষ বিমান করে দেশে নিয়ে যাবে

এবং কিছু লাশ ও হাসপাতালের মর্গে পড়ে রয়েছে তাদেরও দেখার মতো কেউ নেই আজ পর্যন্ত বাংলাদেশের সকল মিডিয়া ইরাকের যুদ্ধ ভিত্তিক দেশ এদেশে কোনো বোমা বা সন্ত্রাসী হামলা হলে বাংলাদেশ সকল মিডিয়া তোলপাড় হয়ে উঠে কিন্তু আজ আমাদেরকে বলা হয় যে রেমিটেন্স যোদ্ধা তাহলে আমাদের কোন প্রচার কেন হছেনা বাংলাদেশের কোন মিডিয়াতে

তাই আমি একজন প্রবাসী আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই দূর্যোগের সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রক্ষা করুন ।

মোতালেব আকবর বাংলাদেশি ইরাক প্রবাসী কল্যাণ সংগঠনের সহ-সভাপতি

ব্রেকিং নিউজ :
Shares