আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি পটিয়া প্রবাসী ক্লাবের শ্রদ্ধা নিবেদন।


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২১, ০৫:২৪ / ৪২৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি পটিয়া প্রবাসী ক্লাবের শ্রদ্ধা নিবেদন।

রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর বীর পটিয়ার রেমিটেন্স যোদ্বাদের সেবা মূলক সংঘঠন।পটিয়া প্রবাসী ক্লাবের পক্ষ থেকে

পটিয়া শহীদ মিনারে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে।পটিয়া ক্লাব এর প্রতি নিধি জনাব মুুুফিজুল আলাম সহ ক্লাব এর নেতৃবৃন্দ

 

সম্প্রতি সময়ে ঐতিহাসিক বন্দর নগরী চট্টগ্রাম অন্তর্ভুক্ত  পার্শ্ববতী থানা পটিয়া একটি সম্ভবনাময় বিশেষ করে দক্ষিণ এশিয়ার পদদ্বয় এই পটিয়া রয়েছে  অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান পীর আউলিয়ার  এই পটিয়া সূর্য সেনের পটিয়া, পটিয়ার উপর দিয়ে চট্টগ্রাম ট্যানেল হয়ে যূক্ত হবে এশিয়ান নেটওয়ার্ক মায়ানমার হয়ে চায়না সিংগাপুর হাইওয়ে যূক্ত দ্বার এই পটিয়া থানা এই থানার বিশাল সম্ভবনাময় রয়েছে বিশাল অংশের একদল রেমিট্যান্স যোদ্ধা যারা দেশের অর্থনীতীতে বিশাল ভূমিকা রেখে আসছেন সেই সকল রেমিট্যান্স যোদ্ধারা মিলে গঠন করেছে আর্ত মানবতার কল্যাণ  এই পটিয়া প্রবাসী ক্লাব

গঠন করেছে শৃঙ্খলা সততা ও মানবতার সেবার উদ্দেশ্যে এই পটিয়া ক্লাব যেই ক্লাব এ  রয়েছে একদল তারুণ্য দ্বীপ্ত নবীন প্রবীণদের সমন্বয়ে এইসংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এই

বীর পটিয়ার তরুণ রেমিট্যান্স যোদ্ধারা  সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কে নিয়ে পটিয়া প্রবাসী ক্লাব প্রতিষ্ঠা করেছেন মানবতাবাদী কিছু তরুণ প্রবীণ  উদ্যোক্তা।
এবং পটিয়া প্রবাসী ক্লাব একটি মানব সেবামূলক অরাজনৈতিক সংগঠন।পটিয়া প্রবাসী ক্লাবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পটিয়ার প্রবাসী অসহায় মানুষের পাশে দাঁড়ানো দূর প্রবাস থেকে।

তাই পটিয়া প্রবাসী ক্লাবের সকল প্রতিনিধি এবং ভিআইপি সদস্যরা মিলে আজ পটিয়া থানা দিন শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।পটিয়া প্রবাসী ক্লাবের একটাই স্লোগান দূর প্রবাস থেকে পটিয়ার নির্যাতিত অবহেলিত মানুষের নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো।পটিয়ার প্রবাসী বীর রেমিটেন্স যোদ্বাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।  আপনাদের দোয়া ও ভালোবাসায় পটিয়ার বুকে পটিয়া প্রবাসী ক্লাব আগামীর জন্য এক দৃষ্টান্ত স্হপন করবে ইনশাআল্লাহ।সকল প্রবাসী সদস্য পদ গ্রহন করে ক্লাব সুসংগঠিত করার অনুরুধ রইল। তারা বলেন দেশে অনেকে মানবতার ফেরিওয়ালা বলে নিজেকে পরিচয় দিয়ে নিরীহ প্রবাসীদের নানান রকম টুপ  ইউনি পে টুর মত লোভ ললসা    দিয়ে তাদের থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে  নিজেদের পকেট পুজা আর মিডিয়া ট্রায়েল এর যেই নাটক রচনা করছে তা সচেতন নাগরিক রা ওয়াকিবহাল রয়েছে, তাই যেই সব নামে বেনামে প্রবাসী কল্যাণ সংস্থার নামে  প্রবাসীদের সাথে  প্রতারণা করলে জনগন তার জবাব দিবে সেই জন্যে বলছি সেই সকল গুণ্ঠির চেয়ে  আমাদের পটিয়া প্রবাসী ক্লাব ব্যাতিক্রমি আমরা সেবার নামে কারো সাথে প্রতারণা  করবো না  তাই   আমাদের অনুরোধ নিজেদের সর্বস্ব হারানোর পুর্বেই সতর্ক হোন,এই সংক্ষিপ্ত আলোচনার পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত পটিয়া প্রবাসী ক্লাব এর নেতৃবৃৃন্দ

 

ব্রেকিং নিউজ :
Shares