অবশেষে স্বসাপ পরিবারের আয়োজনে সম্পন্ন হলো মহান বিজয় দিবস।


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০১৯, ০৪:১৮ / ৯১৭
অবশেষে স্বসাপ পরিবারের আয়োজনে সম্পন্ন হলো মহান বিজয় দিবস।

রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর অবশেষে স্বসাপ পরিবারের আয়োজনে সম্পন্ন হলো মহান বিজয় দিবস

উদযাপন উপলক্ষে আলোচনা সভা জন্মোৎসব ও কবিতা পাঠ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যানুরাগী ও সন্মানিত বিচারপতি এস এম মজিবুর রহমান, উদ্বোধন আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি, সম্পাদক ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী, কবি ও অভিনেতা সোহেল রশীদ, এডুশনাল এসপি ও স্বসাপ উপদেষ্টা কবি নুরুল ইসলাম বিপিএম, ইতিহাস গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশিষ্ট আইনবিদ ও স্বসাপ উপদেষ্টা ড. শরীফ সাকী, কবি ও সংগঠক আনোয়ার মজিদ, কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি ও সংগঠক মাহমুদুন্নাবী জ্যোতি, কবি ও স্বসাপ উপদেষ্টা শাহরিয়ার কামাল, কবি ও সংগঠক আরিফ আহসান আধ্যাত্মিক সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্বসাপ উপদেষ্টা কবি মুন্সী কবীর, কেকেবির সন্মানিত পরিচালক নুসরাত রেসি, কবি ও সংগঠক ইস্তিয়াক হোসেন, স্বসাপ উপদেষ্টা ও বৈজ্ঞানিক আবুল কাশেম চৌধুরী, কবি ও সংগঠক একে আজাদ, স্বসাপ উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান, কবি স্বসাপ সমন্বয়ক ফেরদৌসী আক্তার নদী, ও স্বসাপ সিনিয়র সহ সভাপতি এম এ আস্কর আলী, কবি ও স্বসাপ সহ সভাপতি আবু হানিফ, কবি ও স্বসাপ সম্মানিত পরিচালক এনামুল হক কবি মিলি হক, সাহিত্যবন্ধন পরিবার প্রতিষ্ঠাতা জেসমিন রুমী তাছাড়াও উপস্থিত ছিলেন স্বসাপ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জান্নাতুল বাকী, আরিফুর ইসলাম, রূপকথা, মিলন আহমেদ সহ অনেক কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীগণ। কবিতা, গান, নাচ, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে অসাধারণ সুন্দর ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কবি- সম্পাদক- প্রকাশক ও গীতিকার রোকসানা সুখী।

ব্রেকিং নিউজ :
Shares